কলকাতা: অনলাইনে রীতিমতো বিজ্ঞাপন দিয়ে রমরমিয়ে জাল বিদেশি মদের ব্যবসা চলছিল। শহরের সর্বত্রই এই ব্যবসার জাল ছড়িয়ে দিয়েছিল অভিযুক্তরা। বিদেশি কোম্পানির মদকেই তারা টার্গেট করত। তিলজলার কুষ্ঠিয়া রোডে এ রকমই একটি জাল মদের ঠেকে সোমবার রাতে হানা দিলেন কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের (ইবি) গোয়েন্দারা।
কুষ্ঠিয়া রোডের ওই ফ্ল্যাট থেকে উদ্ধার হল প্রচুর পরিমাণ জাল বিদেশি মদ, সঙ্গে বটলিং-এর যন্ত্রপাতি এবং বিদেশি মদের জাল স্টিকার। গোয়েন্দারা কুষ্ঠিয়া রোডের দোতলার ওই ফ্ল্যাট থেকে গ্রেপ্তার করেছে জাল মদ চক্রের অন্যতম পাণ্ডা মহম্মদ দস্তগীর আলম এবং তাঁর তিন সহযোগী বিপিন বাল্মিকী, তাপস হালদার এবং ক্রিষ্টোফার কারডোজকে।