নৈহাটিতে বিস্ফোরণ, কাঁপল চুঁচুড়া, বাজি না IED? আগুন জ্বালাল জনতা

নৈহাটিতে বিস্ফোরণ, কাঁপল চুঁচুড়া, বাজি না IED? আগুন জ্বালাল জনতা

বারাসত: বিপুল পরিমাণ বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে ঘটল বিস্ফোরণ৷ নৈহাটির গঙ্গার পাড়ে বিস্ফোরণের অভিঘাতে কেঁপে উঠল চুঁচুড়া৷ নৈহাটিতে বাজেয়াপ্ত বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে তীব্র বিস্ফোরণ ঘটে৷ নৈহাটিতে গঙ্গার পাড়ে বিস্ফোরণের ঘটনায় কেঁপে ওঠে চুঁচুড়া পুরসভা-সহ বিস্তীর্ণ এলাকা৷ বিস্ফোরণের ঘটনায় গুরুতর ভাবে জখম হয়েছেন দুই পুলিশ কর্মী৷ আশঙ্কাজনক অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে৷  পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলে অবরোধ-হামলা জনতার৷  

ভেঙে গিয়েছে বাড়ির জানালার কাঁচ৷ ক্ষতিগ্রস্থ হয়েছে চুঁচুড়া পুরভবন -সহ বেশ কয়েকটি বাড়ি৷ প্রতিবাদে পথ অবরোধ চঁচুড়ার গঙ্গার পাড়ের বাসিন্দাদের৷ অবৈজ্ঞানিক পদ্ধতিতে বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণের ঘটনায় পুলিশ বিরুদ্ধে চড়াও নৈহাটির বাসিন্দাদের৷ পুলিশের দু’টি গাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা৷ বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল নৈহাটি ও চুঁচুড়ার বেশিরভাগ এলাকা কেঁপে ওঠে৷ ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্ক৷ এমন কী বিস্ফোরক ছিল, যাতে কেঁপে উঠল গঙ্গার দুই পাড়? বাজি না আইইডি? প্রশ্ন তুলছে জনতা৷

বাজি নিষ্ক্রিয় করা হচ্ছিল গত তিন চারদিন ধরে৷ এরকম দাবি গঙ্গার দু’পারের বাসিন্দাদের৷ গত ৩ জানুয়ারি নৈহাটি কারখানায় বিস্ফোরণ ঘটে৷ বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হয়েছিল চার জনের৷ এই ঘটনার পর পুলিশ তল্লাশি শুরু করে৷ অভিযানে নেমে নৈহাটির রামঘাট ও চারঘাট এলাকা থেকে বাজেয়াপ্ত হয় বিপুল বিস্ফোরক৷ বাজি নিষ্ক্রিয় করতে গিয়ে আজ বিস্ফোরণ ঘটে৷ নৈহাটির রামঘাটের গঙ্গার পাড়ে বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণে কেঁপে ওঠে নৈহাটি ও চুঁচুড়া৷ চুঁচুড়া বেশ কয়েকটি এলাকার বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়েছেন চন্দননগরের সিপি৷ শুরু হয়েছে পুলিশি তদন্ত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *