Aajbikel

মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির চক্র চলছে! বিস্ফোরক দাবি রাজ্যপালের

 | 
সিভি আনন্দ বোস

কলকাতা: রাজনৈতিকভাবে রাজ্যের সঙ্গে তাঁর সংঘাত যে চলছে তা অস্বীকার করা যায় না। তবে এরই মধ্যে অন্য একটি বিষয় নিয়ে বিস্ফোরক দাবি করে বসলেন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাঁর বক্তব্য, বাংলায় মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির চক্র চলছে। অসাধু ওষুধকারবারীরা রমরমিয়ে ব্যবসা চালাচ্ছে বঙ্গে, এমনই দাবি তাঁর। স্বাভাবিকভাবেই রাজ্যপালের এই দাবির পর চাঞ্চল্য ছড়িয়েছে। সরকারকে দুষতে শুরু করেছে বিরোধী পক্ষ। তাদের সাফ কথা, প্রশাসন সাধারণ মানুষের কাজে ব্যর্থ। 

কিন্তু ঠিক কী অভিযোগ রয়েছে রাজ্যপাল বোসের? শুক্রবার এক অনুষ্ঠানে যোগ দিয়ে সিভি আনন্দ বোস দাবি করেন, মেয়াদ উত্তীর্ণ ওষুধের ওপর নতুন লেবেল লাগিয়ে বিক্রি চলছে রাজ্যে। এই অসাধু ব্যবসা এক চক্র চালাচ্ছে। তাঁর এও দাবি, এই ব্যবসা হচ্ছে কোটি কোটি টাকায়। দোষীদের দ্রুত পাকড়াও করে উপযুক্ত শাস্তির দাবিও করেছেন তিনি। রাজ্যপালের কথায়, ওএসডি’র মাধ্যমে ই-মেল মারফত এই অভিযোগ পেয়েছেন তিনি। প্রত্যাশিতভাবে এই অভিযোগ ওঠার পর বিরোধী শিবির থেকে পরপর নিশানা করা হচ্ছে রাজ্যের সরকারকে। 

বিজেপি, সিপিএমের তরফে বলা হচ্ছে, গোটা রাজ্যই যেখানে অসাধুরা চালাচ্ছে সেখানে জাল ওষুধের চক্র এমন কিছু বড় ব্যাপার নয়। বাংলায় সবেতেই দুর্নীতি চলছে তাই ওষুধের বিষয়টি অবাক করার মতো নয়। যদিও ঘাসফুল শিবির এই অসাধু চক্র নিয়ে রাজ্যপাল বা বিরোধীদের দাবি মানতে চায়নি। তাদের পাল্টা বক্তব্য, এমন কোনও ঘটনা আদতে ঘটে থাকলে প্রশাসন নিশ্চিত ব্যবস্থা গ্রহণ করবে।  

Around The Web

Trending News

You May like