স্যানিটাইজার থেকে ছড়াচ্ছে বিষ, সতর্ক হয়ে কেনার পরামর্শ বিশেষজ্ঞদের

স্যানিটাইজার থেকে ছড়াচ্ছে বিষ, সতর্ক হয়ে কেনার পরামর্শ বিশেষজ্ঞদের

কলকাতা: করোনার হাত থেকে বাঁচাতে এখন স্যানিটাইজার ব্যবহার করা অবশ্যম্ভাবী।  কিন্তু এখন এই স্যানিটাইজার নিয়ে দেখা দিয়েছে সমস্যা।  স্যানিটাইজার এর প্রয়োজনীয়তা কে কাজে লাগিয়ে একদল অসাধু ব্যবসায়ী নকল স্যানিটাইজার তৈরি করে  বিক্রি করছে বাজারে।  যা ব্যবহার করলে হিতে বিপরীত হতে পারে সাধারণ মানুষের।

আন্তর্জাতিক পুলিশ ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে ভারত সহ বিশ্বের বহু দেশেই নকল স্যানিটাইজার বিক্রি চলছে রমরমিয়ে। সাধারণ মানুষ এই ব্যাপারে না জানার ফলে তারা বুঝতে না পেরে বাজার থেকে নকল স্যানিটাইজার কিনছে। যার ফলে বাড়ছে রোগের প্রকোপ। বিশেষ করে চর্ম রোগের আশঙ্কা ক্রমশ  বৃদ্ধি পাচ্ছে।

ইতিমধ্যেই দেশের হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, চেন্নাই, হরিয়ানায় এরকম বহু অসাধু চক্রের খোঁজ পেয়েছে পুলিশ। এই সমস্ত  জায়গায় একাধিক এমন কোম্পানি আছে যারা দিনের পর দিন নকল স্যানিটাইজার বিক্রি করছে বাজারে। স্যানিটাইজার সাধারণত আইসোপ্রোপাইল অ্যালকোহল দিয়ে তৈরি করা হয়। কিন্তু এই নকল সস্তার স্যানিটাইজারের জন্য মিথাইল অ্যালকোহল ব্যবহার করছে প্রস্তুতকারকরা। যার ফলে বাড়ছে রোগের আশঙ্কা। 

সাধারণত ইথাইল ও আইসোপ্রোপাইল অ্যালকোহল এর সঙ্গে অ্যালোভেরা জেল ও বিভিন্ন ধরনের অক্সিডেন্ট মিশিয়ে তৈরি হয় হ্যান্ড স্যানিটাইজার। যেগুলোর দাম স্বাভাবিকভাবেই বেশি হয়। কিন্তু এই চাহিদার বাজারে সস্তার মিথাইল অ্যালকোহল ব্যবহার করায় স্যানিটাইজার এর দাম কমে যাচ্ছে প্রচুর। ইথাইল অ্যালকোহল সাধারণত কাঠ পালিশ বা বার্নিশের কাজে ব্যবহৃত হয়। কিন্তু মানব শরীরে এর প্রভাব মারাত্মক। চিকিৎসকরা জানাচ্ছেন দীর্ঘদিন মিথাইল অ্যালকোহল শরীরে প্রবেশ করলে মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। আইসোপ্রোপাইল অ্যালকোহলের বদলে মিথাইল অ্যালকোহল ব্যবহার করার জন্য স্যানিটাইজারের দাম কমছে।

ফলে মানুষ এই ধরনের স্যানিটাইজার কেনার দিকে ঝুঁকছে। আইসোপ্রোপাইল অ্যালকোহল দিয়ে স্যানিটাইজার তৈরি করলে তার দাম হতে পারে কমপক্ষে ২০০ থেকে ২৫০ টাকা। কিন্তু মিথাইল অ্যালকোহল দিয়ে স্যানিটাইজার তৈরি করলে তার প্রতি লিটারের দাম হয় মাত্র ৩০ থেকে ৫০ টাকা। সস্তায় স্যানিটাইজার পাওয়া যাওয়ার কারণে অনেকেই না জেনে ৩০ থেকে ৫০ টাকা স্যানিটাইজার কিনছে। এবং তা ব্যবহার করছে। তারা জানেও না এই মিথাইল অ্যালকোহল কি ধরনের মারাত্মক বিষ। দীর্ঘদিন শরীরে এই রাসায়নিক জমা হতে থাকলে শ্বাসযন্ত্র পর্যন্ত করে দিতে পারে। তাই খরচ বাঁচাতে কমদামি হ্যান্ড স্যানিটাইজার সাধারণ মানুষকে না কেনার অনুরোধ করছেন বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 16 =