কলকাতা: দাম সবকিছুর বাড়ছে। তাহলে ভোট করানোর খরচও বা বাড়বে না কেন? কিন্তু তা বলে এত টাকা? অধিকাংশ সাধারণ মানুষের জ্ঞান থাকে না যে ভোট করাতে ঠিক কত টাকা খরচ হতে পারে। তথ্য যখন সামনে আসে তখনই যেন চক্ষুছানাবড়া হয়ে যায়। লোকসভা, বিধানসভা ভোটের আর্থিক পরিসংখ্যানের সঙ্গে অনেকেই পরিচিত। কিন্তু পঞ্চায়েত ভোট? সেই তথ্যও সামনে এসেছে।
চলতি বছর বাংলায় পঞ্চায়েত নির্বাচনের খরচ ছাড়িয়ে যেতে পারে ৫০০ কোটি টাকা! তথ্য অনুযায়ী, ৫ বছরে ১৪০ কোটি টাকা খরচ বাড়ছে। এর আগে ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনের জন্য খরচ হয়েছিল ৩৬০ কোটি টাকা। এরপর ২০২২ সালের পুরসভা ভোটের জন্য খরচ হয়েছিল ২৭০ কোটি। চলতি বছরের পঞ্চায়েত নির্বাচন সেইসব খরচকে ছাপিয়ে যাচ্ছে। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, এখনও পর্যন্ত তারা ৪৫০ কোটি টাকা খরচ বরাদ্দের প্রস্তাব রাজ্য সরকারকে পাঠিয়েছে। কিন্তু অনুমান, তার থেকে অনেক টাকাই বেশি খরচ হবে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”Election Commissioner in the state । বাংলা কি আজও মীরা পাণ্ডের শূন্যতা অনুভব করছে?” width=”560″>
যদিও কমিশন এও জানাচ্ছে, গত আর্থিক বছরে ব্যালট সহ ভোটের কিছু সরঞ্জাম কেনা হয়েছিল। তাই সেগুলির খরচ আপাতত করতে হচ্ছে না তাই কিছু টাকা হয়তো কম লাগছে। তাও ৫০০ কোটির নীচে খরচ আটকানো সম্ভব হবে না বলেই মত। কিন্তু কেন হঠাৎ খরচ এত বাড়ছে? বিশ্লেষকদের ধারণা, গ্রাম পঞ্চায়েতের আসন এবং তার সঙ্গে বুথ সংখ্যা বৃদ্ধি পাওয়া এই খরচ বৃদ্ধির একটা বড় কারণ। এছাড়া বুথ পিছু সিসিটিভি, ভিডিওগ্রাফির জন্য গড়ে ৭০ হাজারের ওপর খরচ হবে বলে ধরে নেওয়া হয়েছে।