#ExitPolls: কার দখলে বাংলা? দেখুন কী বলছে বুথফেরত সমীক্ষা?

#ExitPolls: কার দখলে বাংলা? দেখুন কী বলছে বুথফেরত সমীক্ষা?

 

নয়াদিল্লি: অবশেষে সমাপ্ত হল বাংলা ভোট-উৎসব৷ করোনা আবহে প্রায় এক মাসের বেশি সময় ধরে নির্বাচন আজ শেষ হয়েছে৷ বাংলার পাশাপাশি নির্বাচন হয়েছে অসম, কেরল, তামিলনাড়ু ও পুদুচেরিতে৷ দেশজুড়ে চরম করোনা সংক্রমণের মধ্যেও আট দফায় ভোটের লাইনে দাঁড়িয়েছে বাংলা৷ আগামী ২ মে ফলপ্রকাশ৷ ফল ঘোষণার আগে আজ সন্ধ্যায় প্রকাশিত হল একঝাঁক সমীক্ষক সংস্থার এক্সিট পোল বা বুথফেরত সমীক্ষা৷ জনতার রায়ের গতিপ্রকৃতির কিছুটা পূর্বাভাস মিলতে পারে এই সমীক্ষায়৷ এবার দেখে নেওয়া যাক, কী পূর্বাভাস দিচ্ছে বুথফেরত সমীক্ষা?

আজ এবিপি আনন্দ ও সি ভোটারের সমীক্ষা বলছে, এবার তৃতীয় বারের জন্য নবান্নে পৌঁছতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তৃণমূল পেতে পারে ১৫২ থেকে ১৬৪টি আসন৷ বিজেপি পেতে পারে ১০৯ থেকে ১২১টি আসন৷ সংযুক্ত মোর্চা পেতে পারে ২৫টি আসন৷ অন্যান্যরা একটি আসনও পাবে না৷ ভোটের শতাংশের হিসাবে এবার তৃণমূলের চাপ বাড়াতে পারে বিজেপি৷ সি ভোটারের সমীক্ষা বলছে, এবার তৃণমূল পেতা পারে ৪২ শতাংশ ভোট৷ বিজেপি পেতে পারে ৩৯ শতাংশ ভোট, সংযুক্ত মোর্চা পেতে পারে ১৫ শতাংশ ভোট৷ অন্যরা পেতে পারে ৪ শতাংশ৷

ইটিজি রিসার্চের সমীক্ষা বলছে, এবার তৃণমূল পেতে পারে ১৬৪ থেকে ১৭৬টি আসন৷ বিজেপি পেতে পারে ১০৫ থেকে ১১৫টি আসন৷ সংযুক্ত মোর্চা পেতে পারে ১০-১৫টি আসন৷

P-MARQ-এর সমীক্ষা বলছে, তৃণমূল পেতে পারে ১৫২ থেকে ১৭২টি আসন৷ বিজেপি পেতে পারে ১১২-১৩২টি আসন৷ সংযুক্ত মোর্চা পেতে পারে ১০-২০টি আসন৷

অন্যদিকে, CNX-এর সমীক্ষা বলছে, তৃণমূল পেতে পারে ১২৮ থেকে ১৩২, বিজেপি ১৩৮-১৪৮, সংযুক্ত মোর্চা ১১-২১টি আসন পেতে পারে৷

টাইমস নাও ও সি ভোটারের সমীক্ষা বলছে তৃণমূল পেতে পারে ১৫৮টি, বিজেপি পেতে পারে ১১৫টি আসন, সংযুক্ত মোর্চার দখলে যেতে পারে ১৯টি আসন৷

রিপালিক টিভি ও CNX-এর সমীক্ষা বলছে বিজেপি পেতে পারে ১৪৩টি, তৃণমূল ১৩৩, সংযুক্ত মোর্চা ১৬টি আসন পেতে পারে৷

জন কি বাতের সমীক্ষা বলছে, তৃণমূল পেতে পারে ১০৪-১২১টি আসন৷ ১৬২-১৮৫টি আসন পেতে পারে বিজেপি৷ মাত্র ৩টি আসন পেতে পারে সংযুক্ত মোর্চা৷

শেষ বিধানসভা নির্বাচনে তৃণমূলের দখলে ছিল ২১১টি আসন৷ বিজেপি ছিল মাত্র ৩টি আসন৷ বাম-কংগ্রেসের জোট না হলেও মোট আসন ছিল ৭৭টি৷ অন্যদের ঝুলিতে ছিল ৩টি আসন৷ এবারের নির্বাচনে বড়সড় পরিবর্তন আসতে চলেছে বাংলায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + 9 =