Exit polls: লোকসভায় কত আসন পেতে পারে বিজেপি? কী হবে বাংলার ফল?

কলকাতা: বাংলায় ৩০ আসন পার করবে বিজেপি? বহাল থাকবে তৃণমূলের রাজ? লোকসভায় ৪০০ আসন পেরোচ্ছে NDA? কী বলছে বুথফেরত সমীক্ষা? বাংলার ৪২ আসনের মধ্যে ২০১৯…

Exit polls indicate a significant lead for BJP, with a potential sweep of 400 seats, including 30 in West Bengal. election analysis

কলকাতা: বাংলায় ৩০ আসন পার করবে বিজেপি? বহাল থাকবে তৃণমূলের রাজ? লোকসভায় ৪০০ আসন পেরোচ্ছে NDA? কী বলছে বুথফেরত সমীক্ষা?

বাংলার ৪২ আসনের মধ্যে ২০১৯ লোকসভা নির্বাচনে তৃণমূল জিতেছিল ২২ আসনে, বিজেপির দখলে এসেছিল ১৮ টি। বাকি দুটি আসন পেয়েছিল কংগ্রেস। কিন্তু এবার কী হতে চলেছে? বিজেপি কী ৩০ আসন পেরোবে বাংলায়? মোদী-শাহের ৪০০ পেরোনোর টার্গেট কী মিলবে আদৌ? চলুন নজর রাখি বুথফেরত সমীক্ষায়৷

এবিপি-C ভোটারের হিসেবনিকেশ অনুযায়ী,

তৃণমূল জিততে পারে ১৩ থেকে ১৭টি আসনে৷ বিজেপি পেতে চলেছে ২৩ থেকে ২৭৷ বাম-কংগ্রেসের দখলে আসতে পারে ১ থেকে ৩টি আসন।

জন কি বাত সংস্থার সমীক্ষা রিপোর্ট,

বিজেপির ২১ থেকে ২৬ আসনে জয়ী হতে পারে৷ তৃণমূলের দখলে আসতে চলেছে ১৬ থেকে ১৮ টি আসন।

ইন্ডিয়া নিউজ-ডি ডায়নামিক্সের হিসেব বলছে,

২০১৯ এর তুলনায় বাংলার ফলাফলে তেমন হেরফের হবে না। বিজেপি আসন সংখ্য়া ২১-এ পৌঁছবে৷  তৃণমূল পেতে পারে ১৯ টি আসন।

মোটের উপর বেশিরভাগ সমীক্ষা অনুযায়ী এবার বঙ্গে পদ্মঝড়ের সম্ভাবনা। আর তা মিলে গেলে ২০১৯ সালের তুলনায় রাজধানীর রাজনৈতিক লড়াই ধাক্কা খাবে শাসকদল তৃণমূল। আর গোটা দেশজুড়ে সমীক্ষার চিত্রটা ঠিক কী? রিপাবলিক-মাট্রিজের সমীক্ষায় এগিয়ে এনডিএ। সমীক্ষা অনুযায়ী ৩৫৩-৩৬৩ টি আসন পেতে পারে এনডিএ। ইন্ডিয়া জোট পেতে পারে ১১৮-১৩৩ আসন। অন্যান্যরা পেতে পারে ৪৩-৪৮ আসন।

রিপাবলিক পি মার্কের সমীক্ষায় এনডিএ পেতে পারে ৩৫৯টি আসন। ইন্ডিয়া পেতে পারে ১৫৪ আসন। অন্যান্যরা পেতে পারে ৩০ আসন। জন কী বাতের সমীক্ষায় এনডিএ পেতে পারে ৩৬৩-৩৯২ আসন। ইন্ডিয়া পেতে পারে ১৪১-১৬১ আসন। অন্যান্যরা পেতে পারে ১০-২০ আসন। দৈনিক ভাস্করের সমক্ষী বলছে এনডিএ জোট পেতে পারে ২৮১-৩৫০ আসন। ইন্ডিয়া পেতে পারে ১৪৫-২০১ আসন। অন্যান্যরা পেতে পারে ৩৩-৪৯ আসন।

Exit polls indicate a significant lead for BJP, with a potential sweep of 400 seats, including 30 in West Bengal. Read more about the election predictions and analysis.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *