‘অবাক’ উত্থান লাল বাহিনীর! ‘বামেরা থাকা শুভ’, বললেন ফিরহাদ

‘অবাক’ উত্থান লাল বাহিনীর! ‘বামেরা থাকা শুভ’, বললেন ফিরহাদ

77330a05bc03ed14f556b11f9886ee8c

কলকাতা: বিধানসভা নির্বাচনে জোট পুরোপুরি ‘ফ্লপ’ ছিল বাম-কংগ্রেসের। তা থেকে শিক্ষা নিয়ে কলকাতা পুরসভা নির্বাচনে জোটে যায়নি তারা, তবে সমর্থন ছিল একে অপরের প্রতি। কিন্তু এই একলা চলো নীতিতে সার্বিকভাবে সাফল্য পেয়েছে বামেরা। আপাতত যা ট্রেন্ড তাতে ভোট শতাংশ বেড়েছে লাল বাহিনীর। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়। আর এই প্রেক্ষিতেই তৃণমূলের জয়ী কাউন্সিলর তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বললেন, ‘বামেরা থাকা শুভ’। তবে হঠাৎ কেন এমন বললেন তিনি?

বিধানসভা নির্বাচনের হিসেব অনুযায়ী, তৃণমূলের ভোট আরও বেড়েছে কলকাতা পুরভোটে। অন্যদিকে, বিজেপির প্রায় ২৩-২৪ শতাংশ ভোট কমেছে! তাৎপর্যপূর্ণভাবে, সিপিএমের ভোট বিধানসভার নিরিখে আপাতত বেড়েছে ৮ শতাংশের মত। যা অবশ্যই বামেদের একলা চলো নীতির সাফল্য। আর এই পরিপ্রেক্ষিতেই তৃণমূলের ফিরহাদ হাকিম বলছেন, বামেরা থাকা শুভ। কারণ, বিভেদমূলক রাজনীতি বেশিদিন বাংলায় থাকতে পারে না। এক্ষেত্রে যে তিনি বিজেপিকেই নিশানা করেছেন তা বলাই বাহুল্য। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেস একচেটিয়া ভাবে সিপিএম এবং কংগ্রেসের ভোট পেয়েছিল। হয়তো জোট সেইভাবে কাউকেই আকৃষ্ট করেনি। যা বুঝে নিয়ে পুরভোটে অন্য নীতি নিয়েছে তারা। ফল হাতেনাতে।

অন্যদিকে, বিজেপি যেন আরও অনেকটাই পিছিয়ে পড়ল এই ভোটের পর। বিধানসভা ভোটে আশানুরূপ ফল ছিল না তাদের। ২০০ আসন লক্ষ্য নিয়ে নামা বিজেপি আটকে যায় ৮০ কোটায়। তারপর উপনির্বাচন কিংবা বকেয়া বিধানসভা ভোট, সবেতেই গো-হারা হেরেছে তারা। এবার পুরভোটে সিপিএমের থেকে পিছিয়ে গিয়েছে পদ্ম। লাল নেতৃত্বের দাবি, মানুষের মন থেকে মুছে যেতে শুরু করেছে বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *