NEET-এ দেওয়া হয়েছিল ছেঁড়া OMR! ভয়ঙ্কর অভিযোগ জানিয়ে হাই কোর্টে পরীক্ষার্থী

কলকাতা: নিট বিতর্কে উত্তাল গোটা দেশ। এরই মধ্যে উঠে এল আরও এক চাঞ্চল্যকর তথ্য৷  ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট-এ এক পরীক্ষার্থীকে ছেঁড়া ওএমআর শিট দেওয়ার অভিযোগ৷…

কলকাতা: নিট বিতর্কে উত্তাল গোটা দেশ। এরই মধ্যে উঠে এল আরও এক চাঞ্চল্যকর তথ্য৷  ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট-এ এক পরীক্ষার্থীকে ছেঁড়া ওএমআর শিট দেওয়ার অভিযোগ৷ শুধু তাই নয়, ওই পরীক্ষার্থী বিষয়টি জানানোর পর ওএমআর শিট বদলে দেওয়ার নামে তাঁকে দেড় ঘণ্টা বসিয়ে রাখা হয় বলেও দাবি৷ অথচ ওই উত্তরপত্র বদল করা হয়নি৷ উপরন্তু সময় নষ্ট করানোর পর ছেঁড়া উত্তরপত্রেই তাঁকে পরীক্ষা দিতে বাধ্য করা হয়। এমনই গুরুতর অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ উত্তর ২৪ পরগনার পানিহাটির বাসিন্দা ফিয়োনা মজুমদার। পুনরায় পরীক্ষায় বসতে চেয়েও আদালতের  কাছে আর্জি জানিয়েছে৷

আদালত ওই পরীক্ষার্থীর আবেদন গ্রহণ করলেও, তাঁকে পরীক্ষায় বসতে দেওয়ার অনুমোদন দেয়নি কলকাতা হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। আদালতের নির্দেশ, এক বছরের জন্য ওই পরীক্ষার অরিজিনাল ওএমআর শিট এবং পরীক্ষা হলের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করে রাখতে হবে৷ একই সঙ্গে আদালতের পর্যবেক্ষণ, পুনরায় পরীক্ষা হবে কিনা, সে বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে। এই অবস্থায় হাই কোর্ট কোনও নির্দেশ দেবে না। মামলাকারী শীর্ষ আদালতে আবেদন জানাতে পারে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *