১০ দিনের নোটিসে পরীক্ষা, রণক্ষেত্র বর্ধমান বিশ্ববিদ্যালয়

বর্ধমান: ১০ দিনের নোটিসে পরীক্ষা নেওয়ার অভিযোগে ছাত্র বিক্ষোভ বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। ছাত্র বিক্ষোভকে কেন্দ্র করে রাজবাটি ক্যাম্পাসে তীব্র অশান্তি শুরু হয় সোমবার দুপুরে। প্রথমে বিশ্ববিদ্যালয় চত্বরে কলা, বিজ্ঞান ও বাণিজ্য বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র-ছাত্রীরা দশ দিনের মাথায় পরীক্ষার নির্দেশিকা জারি নিয়ে বিক্ষোভ দেখায়। বিশ্ববিদ্যালয়ের রাজবাটি ক্যাম্পাসে হাতে প্লাকার্ড নিয়ে মিছিল করে বিক্ষোভ দেখায়। তারপর বিশ্ববিদ্যালয়ের

১০ দিনের নোটিসে পরীক্ষা, রণক্ষেত্র বর্ধমান বিশ্ববিদ্যালয়

বর্ধমান: ১০ দিনের নোটিসে পরীক্ষা নেওয়ার অভিযোগে ছাত্র বিক্ষোভ বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। ছাত্র বিক্ষোভকে কেন্দ্র করে রাজবাটি ক্যাম্পাসে তীব্র অশান্তি শুরু হয় সোমবার দুপুরে। প্রথমে বিশ্ববিদ্যালয় চত্বরে কলা, বিজ্ঞান ও বাণিজ্য বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র-ছাত্রীরা দশ দিনের মাথায় পরীক্ষার নির্দেশিকা জারি নিয়ে বিক্ষোভ দেখায়।

বিশ্ববিদ্যালয়ের রাজবাটি ক্যাম্পাসে হাতে প্লাকার্ড নিয়ে মিছিল করে বিক্ষোভ দেখায়। তারপর বিশ্ববিদ্যালয়ের কর্মীদের সঙ্গে তাঁদের এই বিষয় নিয়ে বচসা শুরু হয় ক্রমে সেই বচসা হাতাহাতির রূপ নেয়। উত্তেজিত পড়ুয়ারা বিশ্ববিদ্যালয়ে গেট আটকে কর্মী ও অধ্যাপক, অধ্যাপিকাদের যেতে বাধা দেয়। তারপর রণক্ষেত্রের চেহারা নেয় বিশ্ববিদ্যালয় চত্বর। এমন পরিস্থিতিতে পুলিশের সাহায্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + two =