IPL টিকিট জাল করে লক্ষাধিক টাকা প্রতারণা! কাঠগড়ায় প্রাক্তন এক তৃণমূল নেতা

IPL টিকিট জাল করে লক্ষাধিক টাকা প্রতারণা! কাঠগড়ায় প্রাক্তন এক তৃণমূল নেতা

কলকাতা: আইপিএল নিয়ে বেটিংয়ের অভিযোগের অন্ত নেই। আবার শহর তথা রাজ্যে প্রতারণার ঘটনাও কিছু কম হয় না। এই দুটিকেই এবার মিলিয়ে দিয়েছেন এক তৃণমূল নেতা! অভিযোগ, আইপিএলের টিকিট জাল করে লক্ষাধিক টাকা প্রতারণা করেছেন তিনি। কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার্কিংসের ২৩ এপ্রিলের ম্যাচের টিকিট হুবহু নকল করে বিক্রি করার অভিযোগ তাঁর বিরুদ্ধে। মঙ্গলবার রাতে নদিয়ার তাহেরপুর থেকে এই নেতাকে গ্রেফতার করে পুলিশ। 

জানা গিয়েছে, ধৃত ব্যক্তি তাহেরপুর শহর টিএমসিপি-র প্রাক্তন সভাপতি। পরে রানাঘাট সাংগঠনিক জেলার গুরুত্বপূর্ণ পদে ছিলেন। তবে বর্তমানে কোনও পদে ছিলেন না তিনি। পুলিশ জানতে পেরেছে, গত ২৩ এপ্রিলের ম্যাচ ঘিরে উন্মাদনা যেহেতু বিরাট ছিল আর টিকিটও আগেই শেষ হয়ে গিয়েছিল, তখনই এই ফন্দি এঁটে নকল টিকিট বিক্রি করার ভাবনা নিয়েছিল এই ব্যক্তি। জানতে পারা গিয়েছে, অভিযুক্ত কয়েকজনকে এই জাল টিকিট মোটা টাকায় বিক্রি করে। কিন্তু ম্যাচের দিন সেই টিকিট নিয়ে খেলা দেখতে গেলে তারা জানতে পারে সেটা ভুয়ো। 

এরপর সঙ্গে সঙ্গে বেশ কয়েকজন ময়দান থানায় অভিযোগ দায়ের করেন। এরপর পুলিশ তদন্তে নেমে তাহেরপুরের বাড়ি থেকে অভিযুক্ত এই তৃণমূল নেতাকে গ্রেফতার করে। ধৃতকে আজ ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয়েছে। অনুমান করা হচ্ছে, এই কাজ তিনি একা করেননি, এর পিছনে কোনও চক্র আছে। তবে কারা কারা জড়িত তা জানতে আপাতত তদন্ত চলছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + 2 =