মাঝরাস্তা থেকে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে তুলে নিয়ে গেল সিবিআই

কলকাতা: আরডি কর-কাণ্ডে উত্তাল গোটা রাজ্য৷ একদিকে চলছে প্রতিবাদ মিছিল৷ অন্যদিকে, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে মাঝ রাস্তা থেকে সিজিও কমপ্লেক্সে তুলে নিয়ে গেল…

sandeep Ghosh1

কলকাতা: আরডি কর-কাণ্ডে উত্তাল গোটা রাজ্য৷ একদিকে চলছে প্রতিবাদ মিছিল৷ অন্যদিকে, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে মাঝ রাস্তা থেকে সিজিও কমপ্লেক্সে তুলে নিয়ে গেল সিবিআই৷ সময়মতো হাজিরা না দেওয়ায় সল্টলেক থেকে পাকড়াও করা হয় তাঁকে৷ সেখানেই জিজ্ঞাসাবাদ করা হবে তাঁকে৷

 

গত ৮ অগাস্ট, নাইট শিফটে থাকা তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল হয়ে ওঠে গোটা চিকিৎসা মহল। সেই সময় আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ছিলেন এই সন্দীপ ঘোষ। যদিও পড়ুয়া ও জুনিয়র চিকিৎসকদের লাগাতার আন্দোলনের চাপে অধ্যক্ষের পদ থেকে  ইস্তফা দেন তিনি৷ কিন্তু এর চার ঘণ্টার মধ্যেই তাঁকে ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ করা হয়। এর পরেই ন্যাশনাল মেডিক্যালে শুরু হয় সন্দীপের বিরুদ্ধে বিক্ষোভ৷ মামলা দায়ের হলে সন্দীপকে লম্বা ছুটিতে যাওয়ার নির্দেশ দেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম৷

এদিকে, ঘটনার রাতে ঠিক কী ঘটেছিল, সে সংক্রান্ত তথ্য পেতে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে তলবও করেছিল সিবিআই। কিন্তু তিনি হাজিরা দেননি৷ বরং শুক্রবার সকালে নিরাপত্তা চেয়ে আদালতের দ্বারস্থ হন তিনি৷ আদালতে তাঁর আইনজীবী জানান, “সিবিআই নোটিস দেওয়া সত্ত্বেও, জনতার ভিড়ের জন্য সন্দীপবাবু যেতে পারেনি৷” এর পরেই কটাক্ষ করে বিচারপতি বলেন, “আপনি প্রভাবশালী৷ রাজ্যকে বলুন নিরাপত্তা দিতে। ৫০০ পুলিশ পাঠিয়ে দেবে। না দিলে আদালতে আসুন। আপনার বাড়িতে কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে দিচ্ছি।” এর পরই মাঝরাস্তা থেকে সন্দীপ ঘোষকে তুলে নিয়ে যায় সিবিআই৷