প্রাক্তন তৃণমূল বিধায়ক সুলতান সিং প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

প্রাক্তন তৃণমূল বিধায়ক সুলতান সিং প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

2a7f09847ffd11f2a7770a56820886fc

কলকাতা: আবার বাংলার রাজনৈতিক জগতে নক্ষত্রপতন। প্রয়াত বালির প্রাক্তন তৃণমূল বিধায়ক সুলতান সিং। শারীরিক অসুস্থতার কারণে বেশ কয়েক বছর আগেই রাজনীতি থেকে সরে দাঁড়ান সুলতান সিং। করোনা আবহে অসুস্থতার পরিমাণ বেড়েছিল। এদিন ভোরে শহরের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রাক্তন বিধায়ক। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ক্যানসারে ভুগছিলেন সুলতান সিং। শেষ কয়েক দিনে শারীরিক অবস্থার আরও অবনতি হয়। শেষে জীবন যুদ্ধে হার মানলেন তিনি। এই খবর পাওয়ার পর শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

টুইটে তিনি শোকজ্ঞাপন করে লিখেছেন, প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক এবং প্রাক্তন আইপিএস অফিসার সুলতান সিংয়ের মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত। তাঁর পরিবারের সদস্যদের প্রতি তাঁর সমবেদনা রয়েছে। মানুষের স্বার্থে তিনি জয়া কাজ করেছেন তা চির জীবন সকলে মনে রাখবেন। উল্লেখ্য, রাজ্যের দাপুটে আইপিএস অফিসার ছিলেন সুলতান সিং। চাকরি থেকে অবসর নেওয়ার পর যোগ দিয়েছিলেন রাজনীতিতে। প্রথমে কংগ্রেসের টিকিটে হাওড়ায় ভোটে লড়েন প্রাক্তন এই পুলিশ কর্তা। কিন্তু জিততে পারেননি। এরপর দলবদল করে যোগ দেন তৃণমূলে। ২০১১ সালের বিধানসভা ভোটে হাওড়ার বালি থেকে বিধায়ক হন সুলতান সিং। রাজ্যের ভূতল পরিবহণ নিগমের চেয়ারম্যানও ছিলেন তিনি। 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *