প্রয়াত রচপাল সিং, রাজ্যের প্রাক্তন মন্ত্রীর প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

প্রয়াত রচপাল সিং, রাজ্যের প্রাক্তন মন্ত্রীর প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা: প্রাক্তন আইপিএস তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী রচপাল সিং। আজ ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। আজ জীবন যুদ্ধের সেই লড়াই শেষ হল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।

রচপাল সিংয়ের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের শোকবার্তায় মুখ্যমন্ত্রী লিখেছেন, বিশিষ্ট রাজনীতিবিদ রচপাল সিংয়ের প্রয়াণে তিনি গভীর শোক প্রকাশ করছেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক ও প্রশাসনিক জগতে শূন্যতার সৃষ্টি হল। তিনি রচপাল সিংয়ের পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছেন। উল্লেখ্য, প্রাক্তন আইপিএস রচপাল সিং ২০১১ সালে হুগলির তারকেশ্বর কেন্দ্রের বিধায়ক নির্বাচিত হন। তিনি রাজ্য সরকারের পর্যটন দপ্তর এবং পরিকল্পনা দপ্তরের মন্ত্রী ও ওয়েষ্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন- ভারত সরকারের কৌঁসুলি পরিচয়ে প্রতারণা সনাতনের, BJP-কে চিঠি কলকাতা পুলিশের

১৯৭৪ ব্যাচের এই আইপিএস অফিসার রচপাল সিং চাকরিজীবন থেকে অবসর নেওয়ার পরই তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে নিজের রাজনৈতিক জীবন শুরু করেন। ২০১১ সালে রাজ্যে যখন পালাবদল হল, তৃণমূল প্রথমবারের জন্য ক্ষমতায় এল, তখন হুগলির তারকেশ্বর থেকে জিতে বিধায়ক হন তিনি। এরপর ২০১৬ সালেও তারকেশ্বর থেকে ভোটে জেতেন রচপাল। ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি রাজ্যের পর্যটন এবং পরিকল্পনা দফতরের মন্ত্রী ছিলেন। পরে রাজ্য পরিবহণ নিগমের চেয়ারম্যান পদেও আসীন হন তিনি।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *