স্বপ্নদীপ মৃত্যুতদন্তে গ্রেফতার প্রাক্তন ছাত্র, খুনের মামলা রুজু পুলিশের

স্বপ্নদীপ মৃত্যুতদন্তে গ্রেফতার প্রাক্তন ছাত্র, খুনের মামলা রুজু পুলিশের

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রের রহস্য মৃত্যুতে গতকাল সন্ধ্যের দিকে বিশ্ববিদ্যালয়েরই এক প্রাক্তন ছাত্রকে আটক করেছিল পুলিশ। থানায় রেখেই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। সেই ছাত্রকেই রাতের দিকে গ্রেফতার করা হয়েছে। ওই প্রাক্তন ছাত্রের কথা এফআইআরে জানিয়েছিলেন যাদবপুরের মৃত ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর বাবা। ইতিমধ্যে ওই ঘটনায় খুনের মামলা রুজু করেছে পুলিশ। সম্মিলিত অপরাধের ধারাতেও মামলা হয়েছে।

জানা গিয়েছে, যে ছাত্রকে গ্রেফতার করা হয়েছে তার নাম সৌরভ চৌধুরী এবং আলিপুর আদালতে হাজির করানো হবে। এই ছাত্র শুধু যাদবপুরের প্রাক্তন ছাত্র নন, হস্টেল আবাসিকও। পুলিশ সূত্রে এও জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ের হস্টেলের এ-২ ব্লকে থাকা বেশ কয়েক জন আবাসিককে তারা ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করছে। অনুমান, এই ঘটনা সম্পর্কে আরও বেশ কিছু তথ্য তারা হাতে পাবে। প্রসঙ্গত, বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের হস্টেলের এ-২ ব্লকের নীচ থেকেই বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপকে উদ্ধার করা হয়। মৃত ছাত্রের পরিবারের দাবি, তাদের ছেলের ওপর অত্যাচার করা হয়েছে। সৌরভের দিকেই অভিযোগের আঙুল তুলে বলা হয়েছে, তার নেতৃত্বেই নাকি স্বপ্নদীপকে হেনস্থা করা হত। তারাই তাকে মেরে ফেলেছে। 

মৃত ছাত্রের বাবা জানিয়েছেন, সৌরভের কথায় হস্টেলে ছেলেকে রাখা নিয়ে ভরসা পেয়েছিলেন তিনি। তাঁর অভিযোগ, হস্টেলের সিনিয়রা ড্রাগের নেশা করে ছোটদের ওপর শারীরিক এবং মানসিক ভাবে অত্যাচার করে। এইভাবে তাঁর ছেলেকে খুন করা হয়েছে এবং এর মধ্যে জড়িত আছে এই প্রাক্তন ছাত্রও। পুলিশ রিপোর্টে এও জানানো হয়েছে, কোনও নির্দিষ্ট কারণে ওই ছাত্র খুব ভয় পাচ্ছিল। বুধবার সন্ধ্যা থেকেই স্বপ্নদীপের আচরণ ছিল ‘অস্বাভাবিক’। বার বার বলছিল ‘আই অ্যাম নট গে’ (আমি সমকামী নই)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 3 =