কলকাতা: মুখ্য নির্বাচন কমিশনারের নেতৃত্বে আসা ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক করে ইতিমধ্যেই একাধিক অভিযোগ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। তারপর সাংবাদিক বৈঠকে তৃণমূল কংগ্রেস মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বিএসএফ-এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করে বলেন, সীমান্তবর্তী এলাকায় গ্রামে গ্রামে ঢুকে ভয় দেখাচ্ছে বিএসএফ। নির্দিষ্ট একটি পার্টিকে ভোট না দিলে গ্রামে তারা ছাড়া আর কেউ থাকবে না বলে হুমকি দেওয়া হচ্ছে। গ্রামের লোকেদের ভয় দেখিয়ে নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করছে তারা এমন অভিযোগ তোলেন পার্থ। তৃণমূল মহাসচিবের এই অভিযোগের প্রেক্ষিতে মুখ খুলেছেন প্রাক্তন বিএসএফ কর্তা সমীর মিত্র।
এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে প্রাক্তন বিএসএফ কথা বলেন, রাজ্যের মাননীয় মন্ত্রী যে অভিযোগ করছেন তা একেবারেই প্রমাণ বহির্ভূত। সরকারের কাছে এখনও পর্যন্ত এই ধরনের কোনো প্রমাণ নেই আর যদিও বা প্রমাণ থেকে থাকে তাহলে সংশ্লিষ্ট দফতরে অভিযোগ জানাতে হবে। প্রাক্তন বিএসএফ কর্তা সমীর মিত্রর কথায়, বিএসএফ কিভাবে কাজ করে সে বিষয়ে যদি জানা না থাকে তাহলে আগে সেটা জানতে হবে, তারপর এই ধরনের মন্তব্য করা যায়। তবে রাজ্যের মন্ত্রী যে অভিযোগ তুলছেন সেটা যদি সত্যি হয়ে থাকে তাহলে সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জানিয়ে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া যাবে। যদিও এই মুহূর্তে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের অভিযোগ সম্পূর্ণভাবে উড়িয়ে দিয়েছেন প্রাক্তন বিএসএফ কর্তা সমীর মিত্র।
প্রসঙ্গত পার্থ চট্টোপাধ্যায় অভিযোগ করেছেন, নির্দিষ্ট দলের হয়ে সাধারণ মানুষকে প্রভাবিত করার চেষ্টা করছে বিএসএফ। গ্রামে গ্রামে ঢুকে ভয় দেখানো হচ্ছে, আসন্ন নির্বাচনে নির্দিষ্ট দলকে ভোট দেওয়ার জন্য সাধারন মানুষকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। যদিও এই প্রসঙ্গে মুখ খুলে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, বিএসএফ-এর যে দায়িত্ব রয়েছে তারা সেই অনুযায়ী কাজ করছে। একইসঙ্গে তিনি বলেন, এই মুহূর্তে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভয়ানক। যত দ্রুত সম্ভব রাজ্যে পাঠানো হোক কেন্দ্রীয় বাহিনী। ভোটার তালিকায় রোহিঙ্গা এবং বাংলাদেশের লোক রয়েছে।