ভীত-সন্ত্রস্ত হয়ে বাঁচতে হচ্ছে! ভোট প্রসঙ্গে প্রধান বিচারপতিকে চিঠি প্রাক্তন এজি’র

ভীত-সন্ত্রস্ত হয়ে বাঁচতে হচ্ছে! ভোট প্রসঙ্গে প্রধান বিচারপতিকে চিঠি প্রাক্তন এজি’র

high-court-ssc-case-hearing-commission-faces-question

কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনে যেন ভয় না থাকে। নির্ভয় ভোটের আর্জি জানিয়ে হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিলেন প্রাক্তন অ্যাটর্নি জেনারেল। হাইকোর্টের প্রধান বিচারপতিকে সাত পাতার চিঠি পাঠিয়েছেন প্রাক্তন এজি বিমল চট্টোপাধ্যায়। তিনি সেই চিঠিতে স্পষ্ট জানিয়েছেন, এর আগে তিন তিনটি নির্বাচনে রাজ্যে হিংসা হয়েছিল। 

চিঠিতে তিনি উল্লেখ করেছেন, একজন শান্তিপ্রিয় নাগরিক হিসেবে হিংসা অসহনীয়। ভীত এবং সন্ত্রস্ত হয়ে বাঁচতে হচ্ছে বলেও এই চিঠিতে জানিয়েছেন প্রাক্তন অ্যাটর্নি জেনারেল। তিনি স্পষ্ট করেছেন, এর আগে ২০১১, ২০১৬ এবং ২০১৯ সালের নির্বাচনেও হিংসা হয়েছিল। এবার যাতে সেই হিংসার পুনরাবৃত্তি না ঘটে সেই কারণে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্য স্বতঃপ্রণোদিত ভাবে মামলার আর্জি জানিয়ে হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি লিখেছেন তিনি। প্রসঙ্গত, বিজেপি অনেক আগে থেকেই রাজ্যের আইন এবং শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে আসছে। নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকেও এই একই ইস্যু তুলেছিল তারা। ভারতীয় জনতা পার্টি শিবিরের বক্তব্য সুরে সুর মিলিয়েই রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকড় একই মন্তব্য একাধিকবার করেছেন বাংলার আইন-শৃঙ্খলা নিয়ে। এবার প্রাক্তন অ্যাটর্নি জেনারেলের এই চিঠি অবশ্যই বিজেপির দাবির ভার বাড়াল বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

চলতি মাসেই আগামী বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবার খবর ছড়িয়ে ছিল। কিন্তু এই মাসের শেষ দিন অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একাধিক কর্মসূচি রয়েছে বাংলায়। সেই কারণে মনে করা হচ্ছে আগামী মাসেই ভোটের দিনক্ষণ ঘোষণা হতে চলেছে চূড়ান্তভাবে। আর ধাপে ধাপে কেন্দ্রীয় বাহিনীর বাংলায় আগমন তারই ইঙ্গিত দিচ্ছে যে ভোটের দিনক্ষণ ঘোষণা হতে আর বেশী সময় বাকি নেই। আগামী সপ্তাহের মধ্যে যে কেন্দ্রীয় বাহিনী আসার কথা তাদের মধ্যে থাকছে সিআরপিএফ, বিএসএফ, আইটিবিপি এবং সিআইএসএফ-র জওয়ানরা। গতবারের তুলনায় এবার অধিক পরিমাণ কেন্দ্র বাহিনী আসতে চলেছে বাংলায়৷ ৮০০ কোম্পানি বাহিনী আসতে পারে বাংলায়৷ স্পর্শকাতর বুথ বেশি হওয়ার সম্ভব তৈরি হয়েছে৷ এবার বাড়তে পারে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × two =