হাওড়া: আবার রাজনৈতিক কারণে উত্তপ্ত হল হাওড়া। এবার তৃণমূল নেতার বাড়ির সামনে চলল দেদার গুলি। আর এই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে নাম উঠে আসছে প্রাক্তন তৃণমূল নেতার। যিনি আবার ২০২১ সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন। কিন্তু ঠিক কী কারণে গুলি চলল? দলবদল নিয়ে কোন্দল নাকি অন্য কিছু, তা নিয়ে এখন আলোচনা চলছে।
আরও পড়ুন- উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট-রেজিস্ট্রেশন দেওয়ার দিন বদল, যা জানাল সংসদ
পুলিশ সূত্রে খবর, তৃণমূলের যুবনেতা আরিফ খানের বাড়িতে চড়াও হন বেশ কয়েকজন যুবক। তাদের মধ্যে মূল অভিযুক্ত হলেন ৪৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামী গুড্ডু খান। শনিবার রাতের এই ঘটনায় এখন উত্তাপ ছড়িয়েছে রাজ্যের রাজনৈতিক মহলে। কারণ শাসক দলেরই এক নেতা দাবি করেছেন যে, গুড্ডু খান তৃণমূলে ফিরতে চাইছিলেন। এদিকে এই ঘটনার এক সিসিটিভি ফুটেজ সামনে এসেছে তা নিয়েও তোলপাড়। যদিও সেই ফুটেজের সত্যতা যাচাই করেনি আজ বিকেল ডট কম। গুলিবর্ষণের ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, গুড্ডু খান বন্দুক হাতে তাণ্ডব চালাচ্ছেন। ইতিমধ্যে তাঁকে আটক করেছে পুলিশ।
আক্রান্ত তৃণমূল নেতার পরিবারের দাবি, বিধানসভা নির্বাচনের সময় গুড্ডু যখন বিজেপিতে যোগ দেন, তখন থেকেই বিজেপিতে যোগ দেওয়ার জন্য আরিফকে চাপ দিচ্ছিলেন তিনি। শুধু তাই নয়, যুব তৃণমূল নেতার ঘনিষ্ঠদের বেধড়ক মারধর অভিযোগ উঠেছে গুড্ডু খান ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। অন্যদিকে বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছে, বিজেপির সঙ্গে গুড্ডু খানের কোনও সম্পর্ক নেই। দলে যোগ দিলেও বিধানসভা নির্বাচনের সময় অন্য দলের প্রতীকে প্রতিদ্বন্দিতা করেছিল সে।