ভোটের শুরুতে অচল EVM, নাকাল ভোটাররা

কলকাতা: আজ, সোমবার পঞ্চম দফার ভোট৷ সাতটি লোকসভা কেন্দ্রে শুরু ভোটগ্রহণ৷ প্রতিটি বুথেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ান রয়েছে৷ এছাড়াও রয়েছে কুইক রেসপন্স টিম৷ তবে, নিরাপত্তা সংক্রান্ত পর্যন্ত ব্যবস্থা থাকলেও ভোট শুরুর প্রথম ঘণ্টার মধ্যেই দফায় দফায় ছড়াল উত্তেজনা৷ একাধিক কেন্দ্রে বিকল ইভিএম৷ জানা গিয়েছে, এদিন ভোট শুরু হতেই ইভিএম বিকল হয়ে পড়ে বনগাঁ লোকসভা কেন্দ্রের স্বরূপনগেরর

ভোটের শুরুতে অচল EVM, নাকাল ভোটাররা

কলকাতা: আজ, সোমবার পঞ্চম দফার ভোট৷ সাতটি লোকসভা কেন্দ্রে শুরু ভোটগ্রহণ৷ প্রতিটি বুথেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ান রয়েছে৷ এছাড়াও রয়েছে কুইক রেসপন্স টিম৷ তবে, নিরাপত্তা সংক্রান্ত পর্যন্ত ব্যবস্থা থাকলেও ভোট শুরুর প্রথম ঘণ্টার মধ্যেই দফায় দফায় ছড়াল উত্তেজনা৷ একাধিক কেন্দ্রে বিকল ইভিএম৷

জানা গিয়েছে, এদিন ভোট শুরু হতেই ইভিএম বিকল হয়ে পড়ে বনগাঁ লোকসভা কেন্দ্রের স্বরূপনগেরর হাকমপুর ৮৯ নম্বর বুথে৷ চুঁচুড়ার ১৩৭ নম্বর বুথেও ইভিএম খারাপ৷ তারকেশ্বরের ভনজিপুর গ্রামের ২১১ নম্বর বুথে ইভিএম বিকল হয়ে পড়েছে৷ হাওড়ার বাগনানের ১৯২ নম্বর বুথের ইভিএম বিকল হয়ে পড়েছে৷ আটটা পর্যন্ত ভোট নেওয়া যায়নি৷ চাঁপদানীর অ্যাঙ্গাস বালিকা বিদ্যালয়ের ৪৪ নম্বর বুথে ইভিএম বিকল৷ চাঁপদানীর আদবী সোসাইটি হাই মাদ্রাসায় ৪৩ নম্বর বুথে ইভিএম বিকল হয়ে পড়েছে৷ বনগাঁ লোকসভার গোবরাপুর ৯৪/২২৭ নম্বর বুথে ইভিএম বিকল হয়ে পড়েছে৷ কল্যাণীর গোবিন্দপুরে ৯২/২৬ নম্বর বুথে ইভিএম বিভ্রাটের অবিযোগ৷ হাওড়ার লিলুয়ায় রামকৃষ্ণ বিদ্যামন্দির ৯২ নম্বর বুথে ইভিএম বিকল হয়ে পড়েছে৷ হুগলির আমতায় ১৬,১৮, ২০ ও শ্রীরামপুরের ২১৬-২১৭ নম্বর বুথে ইভিএম বিকল হওয়ার খবর পাওয়া গিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × five =