EVM কেলেঙ্কারি, রক্ষা করবে ভিভিপ্যাট! কীভাবে জানেন?

নয়াদিল্লি: প্রিসাইডিং অফিসার কয়েকটি বুথে মক পোলের তথ্য মুছতে ভুলে গিয়েছিলেন। তবুও নতুন করে ভোট গ্রহন হচ্ছে না সেখানে। এই প্রথমবার নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিল সেই সমস্ত বুথের ভিভিপ্যাট যন্ত্রের স্লিপ গণনা করার। কমিশন সূত্রে জানা গিয়েছে, তামিলনাডুর ১৩টি জেলায় ৪৭টি বুথের প্রিসাইডিং অফিসার ভোট শুরুর আগে করা মক পোলের তথ্য মুছতে ভুলে যান। নিয়ম

EVM কেলেঙ্কারি, রক্ষা করবে ভিভিপ্যাট! কীভাবে জানেন?

নয়াদিল্লি: প্রিসাইডিং অফিসার কয়েকটি বুথে মক পোলের তথ্য মুছতে ভুলে গিয়েছিলেন। তবুও নতুন করে ভোট গ্রহন হচ্ছে না সেখানে। এই প্রথমবার নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিল সেই সমস্ত বুথের ভিভিপ্যাট যন্ত্রের স্লিপ গণনা করার।

কমিশন সূত্রে জানা গিয়েছে, তামিলনাডুর ১৩টি জেলায় ৪৭টি বুথের প্রিসাইডিং অফিসার ভোট শুরুর আগে করা মক পোলের তথ্য মুছতে ভুলে যান। নিয়ম অনুযায়ী সেই সমস্ত বুথে নতুন করে ভোটগ্রহণ করার কথা। কমিশন জানিয়েছে, ওই ৪৭টি বুথের মধ্যে ৩টি বুথে নতুন করে ভোট হবে। বাকি ৪৪টি বুথে ভিভিপ্যাট যন্ত্রের স্লিপ গণনা করা হবে। গত ১৮ এপ্রিল তামিলনাডুতে ৩৮টি লোকসভা এবং ১৮টি বিধানসভার উপ নির্বাচনে ভোট গ্রহন হয়েছে। তবে তামিলনাডুতে ওই ৩টি বুথ সহ আরও ১০টি বুথে ১৯ মে শেষ দফায় পুনর্নির্বাচন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *