মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্রে শুরু ‘দখলদার’ উচ্ছেদ অভিযান, অন্যত্রও সক্রিয় পুলিশ

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধমক দিতেই তৎপর প্রশাসন৷ বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা-সহ গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে ‘দখলদার’ উচ্ছেদ অভিযান শুরু করল পুরসভাগুলি। এদিন সকালে কলকাতার…

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধমক দিতেই তৎপর প্রশাসন৷ বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা-সহ গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে ‘দখলদার’ উচ্ছেদ অভিযান শুরু করল পুরসভাগুলি। এদিন সকালে কলকাতার আলিপুরে, চিড়িয়াখানার কাছে বেশ কয়েকটি অস্থায়ী দোকান বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। যদুবাবুর বাজারে আজ নতুন করে উচ্ছেদ অভিযান চালানো হয়নি৷ তবে পুরসভা এবং পুলিশের তরফে মাইকিং করে ব্যবসায়ীদের ফুটপাথ ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। প্রসঙ্গত, এই দু’টি এলাকাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরের মধ্যে পড়ে৷

 

গড়িয়াহাট, এসএসকেএম হাসপাতাল সংলগ্ন ফুটপাথ দখলকারী দোকানিদের তুলে দেওয়া হয়। বিধাননগর পুরসভার ৩৭ নম্বর ওয়ার্ড এবং সেক্টর ফাইভেও জবরদখলকারী দোকানে বুলডোজার চালানো হয়৷ কলকাতার বেশ কিছু এলাকার ফুটপাথের দোকান সরানোর পাশাপাশি বেহালা, রাজাবাজার, ইএম বাইপাস, শিয়ালদহ স্টেশনের কাছে এনআরএস হাসপাতাল সংলগ্ন এলাকাতেও অভিযান চলে।

 

উল্লেখ্য, গত সোমবার নবান্ন সভাঘরে বিভিন্ন পুরসভার চেয়ারম্যান, পুরনিগমগুলির মেয়র এবং প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠকেই রাজ্যের পুর পরিষেবা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। বিভিন্ন পুরসভায় পানীয় জল, আবাসন, পরিচ্ছন্নতার পাশাপাশি যে ভাবে রাস্তা দখল করে অস্থায়ী দোকানগুলি ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে, তা নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী।তিনি ধমক দিতেই ‘অ্যাকশনে’ নামে পুরসভা ও পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *