ত্রিপুরায় প্রতি মুহূর্তে নজরদারি চলেছে, বিস্ফোরক অভিযোগ কুণালের

ত্রিপুরায় প্রতি মুহূর্তে নজরদারি চলেছে, বিস্ফোরক অভিযোগ কুণালের

ce30404fe112c6e527dd5f48f11f27b8

কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হয়ে ত্রিপুরা গিয়েছিলেন কুণাল ঘোষ৷ গত কয়েকদিন সেখানেই ছিলেন তিনি৷ কিন্তু ত্রিপুরায় তাঁর উপর নজরদারি চালানো হয়েছে বলে গুরুতর অভিযোগ তুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক৷ 

আরও পড়ুন- রাজনীতির ‘খেলা’য় মিলে যাচ্ছে বাংলা-ত্রিপুরা, শাসকের মুখোশে ‘একই মুদ্রার দুই পিঠ’?

কুণাল ঘোষের অভিযোগ, বিপ্লব দেবের রাজ্যে বাইক নিয়ে ফলো করা হয়েছে তাঁকে৷ এমনটাই টুইট করে জানালেন তিনি৷  এমনকী টুইটে তাঁর গাড়ি ফলো করার সেই ভিডিয়োও তুলে ধরেন কুণাল ঘোষ৷ তিনি আরও জানান, শুধু তাঁদের গাড়ি ফলো করাই হয়নি৷ ফোনে কাউকে প্রতি মুহূর্তের আপডেট জানাচ্ছিল বাইকবাহিনী৷  ফোনের ওপার থেকে আসা নির্দেশ মতোই কাজ করছিল তাঁরা৷ 

আরও পড়ুন- বিদ্যুৎ সংশোধনী বিলের প্রতিবাদে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন মমতা

তিনি আরও বলেন, ‘ত্রিপুরায় যতক্ষণ ছিলাম, দূরত্ব রেখে অনুসরণ করেছে বাইকবাহিনী৷ বিজেপি ভয় পেয়ে গিয়েছে৷ ওঁরা বুঝে গিয়েছে ক্ষমতা থেকে যাচ্ছে৷ মানুষের সমর্থন তাঁদের সঙ্গে নেই৷ ওদের বাইক বাহিনী গোটা ত্রিপুরায় তাণ্ডব করে বেড়াচ্ছে৷ যতক্ষণ ত্রিপুরায় ছিলাম, যেখানেই গিয়েছে, সেখানেই ছোট্ট দূরত্ব রেখে সারাক্ষণ বাইকবাহিনী অনুসরণ করে গিয়েছে৷ এই ভাবে তৃণমূলকে দমন করতে পারবে না৷ বাইক বাহিনীর আতঙ্ক ছড়িয়ে, সন্ত্রাস করে, পুলিশ দিয়ে কোনও ভাবেই তৃণমূলকে রুখতে পারবে না৷’’ যদিও এই বিষয়ে এখনও বিজেপি’র কোনও প্রতিক্রিয়া মেলেনি৷    
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *