সিউড়ি: আমার নামেও পোস্টার পড়ে, লেখা থাকে অনুব্রত মণ্ডলের সঙ্গে থাকতে চাই, রাজ্যের জেলায় জেলায় শুভেন্দুর সমর্থনে দাদার অনুগামীদের পোস্টারের প্রসঙ্গে এমনই প্রতিক্রিয়া দিলেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল৷ তবে পোস্টার প্রসঙ্গ নিয়ে কথা বললেও এড়িয়ে গেলেন শুভেন্দু অধিকারীর মন্ত্রিত্ব ত্যাগের প্রসঙ্গ৷ সাংবাদিকেরা তাঁকে দাদার অনুগামীদের পোস্টার প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি বলেন, “সে তো মেদিনীপুরেও আমার নামে পোস্টার পড়ে৷ নদিয়া, মু্র্শিদাবাদেও পোস্টার পড়ে৷ অনুব্রত মণ্ডলের সঙ্গে থাকতে চাই, অনুব্রত মণ্ডলের সাথী হতে চাই৷ আসলে যে যাকে ভালোবাসে৷”
অনুব্রতকে শুভেন্দুর মন্ত্রিত্ব ত্যাগ নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, এবিষয়ে লিডার বসে আছেন তারা বলতে পারবেন, মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, ববি হাকিম রয়েছেন এরা বলবেন৷ পাশাপাশি লকেটের তৃণমূলে কেউ না থাকার মন্তব্য নিয়ে অনুব্রতকে প্রশ্ন করলে তিনি বলেন, “ও একটা বোকার মতো কথা বলেছেন৷ আমি কিছু বললে ও হিরো হয়ে যাবে৷ ওর জিরো থাকাই ভালো৷ সিপিএমে কী খালি বিমান বসু আছে আর কেউ নেই? কংগ্রেসে কী খালি প্রদীপ ভট্টাচার্য আছে? বোকা বোকা কথা বললে হয় না৷”
মিহির গোস্বামীর দলবদলের প্রসঙ্গে অনুব্রত বলেন, যে বিধায়ক অন্য দলে যোগ দিচ্ছেন তার এলাকায় তার কী অবস্থা আগে সেটা দেখতে হবে৷ এখানে গদাধর হাজরা, মণিরুল ইসলাম গিয়েছিল৷ তাদের কী অবস্থা আমাদের থেকে আপনারা আরও ভালো জানেন৷ গদাধর হাজরার তৃণমূলে ফিরে আসার প্রসঙ্গে তিনি বলেন, ফিরে আসতেই পারে কিন্তু দেখতে হবে পায়ের জোর কতটা আছে? এছাড়াও এদিন স্বাস্থ্য সাথী কার্ড প্রসঙ্গে অনুব্রত বলেন, রাজ্যের ১০ কোটি মানুষকে স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হবে৷ এখন থেকে পরিবারের সবাই এই কার্ড পাবে৷ বাড়ি বাড়ি গিয়ে দেওয়া হবে এই কার্ড৷