দক্ষিণে এসেছে মৌসুমি বায়ু, তবুও জুনে বর্ষার ঘাটতি, বর্ষা নামবে কবে?

কলকাতা: উত্তরবঙ্গে বর্ষা ঢুকেছে সময়ের আগেই৷ তবে ৩১ মে থেকে ইসলামপুরেই আটকে ছিল দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। অবশেষে দক্ষিণবঙ্গে ঘটেছে বর্ষার আগমন৷ মৌসুমি বায়ু এলেও,…

Rain

কলকাতা: উত্তরবঙ্গে বর্ষা ঢুকেছে সময়ের আগেই৷ তবে ৩১ মে থেকে ইসলামপুরেই আটকে ছিল দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। অবশেষে দক্ষিণবঙ্গে ঘটেছে বর্ষার আগমন৷ মৌসুমি বায়ু এলেও, এখনই দক্ষিণে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। জুন মাসে বৃষ্টির ঘাটতি থাকবে বলেই মনে করেছেন আবহবিদদের।

সোমবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস৷ মঙ্গল-বুধবার থেকে ফের বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো বইতে পারে বলে সতর্ক করা হয়েছে৷

 

বৃহস্পতিবার কিছুটা কমবে বৃষ্টির গতি। বৃষ্টি হবে শুধুমাত্র উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে৷ বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। শুক্রবার থেকে বাড়বে বৃষ্টির সম্ভাবনা।

সোমবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। বিকেল বা সন্ধের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ এদিকে, আজ উত্তরবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিং ও কালিম্পংয়ে বৃষ্টির পরিমাণ খানিকটা কমবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *