কৃষক দাম না পেলেও আকাল বৃষ্টিতে বাড়তে পারে আলুর দাম

কলকাতা: সাম্প্রতিক অসময়ের অতিবৃষ্টিতে রাজ্যে আলু ছাড়াও পেঁয়াজের ক্ষতির আশঙ্কা করছে কৃষি দপ্তর। আলুর এই ক্ষতির ফলে আগামী দিনে বাজারে তার প্রভাব পড়ার আশঙ্কা থাকলেও, পেঁয়াজ নিয়ে সেই চিন্তা নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ মহারাষ্ট্রে পেঁয়াজের ব্যাপক ফলন হয়েছে। রাজ্যে চাহিদার একটা বড় অংশ আসে ওই রাজ্য থেকে। ফলে রাজ্যের নিজস্ব উৎপাদন কম হলেও

কৃষক দাম না পেলেও আকাল বৃষ্টিতে বাড়তে পারে আলুর দাম

কলকাতা: সাম্প্রতিক অসময়ের অতিবৃষ্টিতে রাজ্যে আলু ছাড়াও পেঁয়াজের ক্ষতির আশঙ্কা করছে কৃষি দপ্তর। আলুর এই ক্ষতির ফলে আগামী দিনে বাজারে তার প্রভাব পড়ার আশঙ্কা থাকলেও, পেঁয়াজ নিয়ে সেই চিন্তা নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ মহারাষ্ট্রে পেঁয়াজের ব্যাপক ফলন হয়েছে।

রাজ্যে চাহিদার একটা বড় অংশ আসে ওই রাজ্য থেকে। ফলে রাজ্যের নিজস্ব উৎপাদন কম হলেও অসুবিধা নেই। রাজ্য সরকারের নিত্য প্রয়োজনীয় সামগ্রীর উপর গঠিত টাস্ক ফোর্সের সদস্য কমল দে জানিয়েছেন, মহারাষ্ট্র থেকে এখন প্রচুর পরিমাণে পেঁয়াজ আসছে। পাইকারি বাজারে ওই পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯ টাকা কেজি দরের আশপাশে। আগামী দিনেও এই অবস্থা থাকবে বলে তিনি আশা করছেন।

কৃষকদের অভিযোগ, আলু ফলানোর খরচ তোলা তো দূরে থাকা, দু’টাকা দরেও কেউ আলু কিনতে আগ্রহ দেখাচ্ছে না৷ সরকারের তরফে আলু কেনার প্রস্তুতি মিললেও তা সার্বিকভাবে কার্যকর হচ্ছে বলেও অভিযোগ কৃষকদের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *