বাজি পোড়ানোর অনুমতি সুপ্রিম কোর্টের, ভেঙে পড়েছেন পরিবেশ কর্মী রোশনি আলি

 ভেঙে পড়েছেন পরিবেশ কর্মী রোশনি আলি

কলকাতা : আতশ বাজি পোড়ানো নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশ  খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট।  কিছুদিন আগেই রাজ্যে বাজি পোড়ানো নিষিদ্ধ করেছিল কলকাতা হাইকোর্ট। সোমবার, সেই রায় খারিজ করে সুপ্রিম কোর্ট জানিয়েছে, পরিবেশ বান্ধব বাজি ফাটানো যাবে। কিন্তু সুপ্রিম কোর্টের এই রায় মেনে নিতে পারছেন না পরিবেশ কর্মী রোশনি আলি।

সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী, কালীপুজোয় রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত বাজি ফাটানো যাবে। একই শর্তে ছট পুজো ও বর্ষবরণেও পরিবেশবান্ধব বাজি পোড়ানো যাবে। কিন্তু পরিবেশবিদদের অভিযোগ, কোনও আতসবাজিই সম্পূর্ণ পরিবেশবান্ধব হতে পারে না। পরিবেশবান্ধবৎবাজিতে চলতি আতসবাজির থেকে মাত্র ৩০ থেকে ৩৫ শতাংশ দূষণের মাত্রা কম থাকে। অতএব দূষণ আটকানো সম্ভব নয়। এছাড়া পশ্চিমবঙ্গে পরিবেশবান্ধব বাজির তেমন সরবরাহও নেই। ফলত করোনা আক্রান্ত রোগীদের শ্বাসকষ্টের সমস্যা হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে।

জানা গিয়েছে, সুপ্রিম কোটের নির্দেশ কার্যকরী করবে কলকাতা হাইকোর্ট ও রাজ্য সরকার। বাতাসে দূষণের মাত্রা শহরের কোথায় কেমন তা পর্যবেক্ষণ করে পরিবেশবান্ধব আতসবাজি পোড়ানোর বিষয়টি ঠিক করবে প্রশাসন।

উল্লেখ্য, যে মামলার উপর কলকাতা হাইকোর্ট সব প্রকারের আতসবাজিতে নিষেধাজ্ঞা জারি করেছিল সেই মামলা দায়ের করেছিলেন রোশনি আলি। তিনি জানান, তার অ্যালার্জী শুরু হয়ে গিয়েছে। তিনি আরও জানিয়েছেন, ‘হেরে গিয়েছি। প্রকৃতিকে পরিচ্ছন্ন রাখতে চেয়েছিলাম, করোনায় কত মানুষ অক্সিজেন না পেয়ে মারা গিয়েছেন। তাই চেয়েছিলাম কালীপুজোয় বাতাস পরিচ্ছন্ন থাকুক। এই পরিস্থিতিতে বাজি পোড়ানো প্রকৃতির জন্য খুব একটা ভালো হবে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *