জল্পনার অবসান! নন্দীগ্রামের সভার ব্যানারে মমতা-শুভেন্দুর ছবি

নন্দীগ্রাম: ১০ নভেম্বর শহিদ স্মরণে নন্দীগ্রামের গোকুলনগর হাইস্কুল ময়দানে বিধায়ক ও মন্ত্রী শুভেন্দু অধিকারীর সমাবেশের প্রস্তুতি তুঙ্গে৷ এবার বেশ বড় করেই বাঁধা হচ্ছে মঞ্চ৷ নেওয়া হচ্ছে পঞ্চাশ হাজার মানুষের জমায়েতের প্রস্তুতি৷ সম্প্রতি নন্দীগ্রামে বিজয় সম্মেলনীর অনু্ষ্ঠানে এসে এই সমাবেশের ঘোষণা করেন শুভেন্দু৷ সেইমত সভার প্রস্তুতি শুরু হয়ে গেছে নন্দীগ্রামে৷ বেশ কিছুদিন ধরে শুভেন্দু অধিকারীর জনসংযোগ নিয়ে বিতর্কের পারদ ক্রমেই চড়ছে৷ একইসঙ্গে তাঁর রাজনৈতিক অবস্থান নিয়েও রয়েছে নানান জল্পনা৷ এই পরিস্থিতিতে নন্দীগ্রামের মঞ্চ থেকে তিনি কী বার্তা দেন সেদিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল৷ যদিও এরই মধ্যে শুভেন্দুকে ঘিকে তৈরি হওয়া জল্পনার অবসান হচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ৷ কারণ আগামী ১০ নভেম্বর শুভেন্দু অধিকারীর সভার সমর্থনে লাগানো ব্যানারে শুভেন্দুর সঙ্গে রয়েছে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতার ছবি৷ ওইদিন এই সভা হচ্ছে জমি রক্ষা আন্দলনের সময় গড়ে ওঠা ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির নামে৷ 

 

নন্দীগ্রাম: ১০ নভেম্বর শহিদ স্মরণে নন্দীগ্রামের গোকুলনগর হাইস্কুল ময়দানে বিধায়ক ও মন্ত্রী শুভেন্দু অধিকারীর সমাবেশের প্রস্তুতি তুঙ্গে৷ এবার বেশ বড় করেই বাঁধা হচ্ছে মঞ্চ৷ নেওয়া হচ্ছে পঞ্চাশ হাজার মানুষের জমায়েতের প্রস্তুতি৷ সম্প্রতি নন্দীগ্রামে বিজয় সম্মেলনীর অনু্ষ্ঠানে এসে এই সমাবেশের ঘোষণা করেন শুভেন্দু৷

সেইমত সভার প্রস্তুতি শুরু হয়ে গেছে নন্দীগ্রামে৷ বেশ কিছুদিন ধরে শুভেন্দু অধিকারীর জনসংযোগ নিয়ে বিতর্কের পারদ ক্রমেই চড়ছে৷ একইসঙ্গে তাঁর রাজনৈতিক অবস্থান নিয়েও রয়েছে নানান জল্পনা৷ এই পরিস্থিতিতে নন্দীগ্রামের মঞ্চ থেকে তিনি কী বার্তা দেন সেদিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল৷ যদিও এরই মধ্যে শুভেন্দুকে ঘিকে তৈরি হওয়া জল্পনার অবসান হচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ৷ কারণ আগামী ১০ নভেম্বর শুভেন্দু অধিকারীর সভার সমর্থনে লাগানো ব্যানারে শুভেন্দুর সঙ্গে রয়েছে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতার ছবি৷ ওইদিন এই সভা হচ্ছে জমি রক্ষা আন্দলনের সময় গড়ে ওঠা ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির নামে৷ 

গত কয়েক সপ্তাহ ধরে নানা কর্মসূচিতে বিদ্রোহের সুর শোনা গিয়েছে তাঁর গলায়। তাতেই নানা জল্পনা, শুভেন্দু অধিকারী কি তা হলে তৃণমূল ছেড়ে দিচ্ছেন? উনি কি যোগ দিচ্ছেন পদ্মশিবিরে? ২০২১ সালে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী শুভেন্দু কিনা? সেই প্রশ্নও করা হয়েছিল সম্প্রতি রাজ্যে আসা স্বরাষ্ট্রমন্ত্রীকে৷ যদিও শুভেন্দুর বাবা তৃণমূলের বর্ষীয়ান নেতা শিশির অধিকারীও স্পষ্ট জানিয়েছিলেন, শুভেন্দুর বিজেপি-যোগের প্রচার ভুয়ো। তবে নন্দীগ্রামে আগামী ১০ নভেম্বর শুভেন্দু অধিকারীর সভার সমর্থনে লাগানো ব্যানারে শুভেন্দুর সঙ্গে রয়েছে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতার ছবি। 

এদিকে এদিনের সভা ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির নামে হলেও এই সভার দায়িত্বে রয়েছেন নন্দীগ্রামের ব্লক তৃণমূল নেতৃত্ব৷ জানা গিয়েছে ১০ নভেম্বর সকাল ১০টায় শহীদ বেদীতে মাল্যদান করবেন শুভেন্দু অধিকারী৷ সাড়ে ১০ টায় শুরু হবে কর্মসূচী৷ প্রসঙ্গত, খোদ শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে তার বিজেপি যোগের দাবিকে নস্যাত করে একটি সভায় বলেন, যতক্ষণ তিনি কিছু না বলছেন,কোনও কিছুই বিশ্বাস করতে না। এরপর সরকারি অনুষ্ঠানে সুতাহাটাতে তাঁকে পাওয়া যায়। পরে পটাশপুরের সরকারি অনুষ্ঠানে এসেও নেত্রীর কথা বলতে শোনা গিয়েছে তাঁর মুখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × two =