শহরে পা রাখলেন বিশ্বজয়ী গোলকিপার, একইদিনে নয়া লোগো প্রকাশ মোহনবাগানের

শহরে পা রাখলেন বিশ্বজয়ী গোলকিপার, একইদিনে নয়া লোগো প্রকাশ মোহনবাগানের

কলকাতা: অবশেষে প্রতীক্ষার অবসান ঘটল। নির্ধারিত দিনেই শহর কলকাতায় পা রাখলেন বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার তারকা গোলকিপার এমি মার্টিনেজ। এদিন বিকেলের কিছু পরেই তিনি কলকাতা বিমানবন্দরে পা রাখেন। তাঁকে স্বাগত জানাতে সেখানে একদিকে যেমন ছিলেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু, মোহনবাগান দলের কর্তা দেবাশিষ দত্ত, অপরদিকে ছিলেন আর্জেন্টিনা এবং মোহনবাগান দলের কয়েকশো সমর্থক। আগামীকাল মোহনবাগান মাঠেই যাওয়ার কথা রয়েছে এমির। অন্যদিকে, আজকের দিনেই মোহনবাগানের তরফ থেকে তাদের দলের নতুন লোগো প্রকাশ করা হয়েছে। 

৪ তারিখ স্পনসরদের একটি অনুষ্ঠানে মিলনমেলা প্রাঙ্গনে যোগ দেবেন মার্টিনেজ। সেখানে তাঁকে সংবর্ধনা দেওয়া হবে এবং একটি আলোচনাতেও অংশ নেবেন তিনি। ওই অনুষ্ঠানে আরও অনেকের মতো ইস্টবেঙ্গল কর্মকর্তাদের থাকার কথাও রয়েছে। ‘তাহাদের কথা’ নামক অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছেন তারাও। এই অনুষ্ঠানে যোগ দেওয়ার পর বিশ্বজয়ী গোলকিপারের পরবর্তী গন্তব্য হবে মোহনবাগান ক্লাব তাঁবু। সেখানে তাঁকে সংবর্ধনা দেওয়ার পাশাপাশি ‘মোহনবাগান রত্ন’ স্মারক তুলে দেওয়া হবে বলেই জানা গিয়েছে। এদিন কলকাতায় পা রেখে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিশ্বজয়ী গোলকিপার জানান, তিনি এই শহরে এসে ভীষণভাবে খুশি। ভারতে আসার ইচ্ছা তাঁর অনেক দিনের। 

এদিকে আইএসএল জয়ের পরেই মোহনবাগান দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা জানিয়েছিলেন যে, মোহনবাগানের নামের সামনে থেকে সরিয়ে দেওয়া হচ্ছে ‘ATK’। নতুন নাম হবে মোহনবাগান সুপার জায়ান্ট। সেই থেকেই সবুজ-মেরুন সমর্থকরা নয়া লোগোর অপেক্ষায় ছিল। আজ তা প্রকাশ পেয়েছে। দেখা গিয়েছে, নতুন লোগোতে রাখা হয়েছে মোহনবাগান ক্লাবের প্রতিষ্ঠার বছর ১৮৮৯।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × four =