electricity
কলকাতা: রাজ্যে বিদ্যুতের দাম কমতে পারে বলে বড় ইঙ্গিত মিলল। এই আভাস দিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মিলন মেলা প্রাঙ্গনে এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় বিদ্যুতের দাম নিয়ে মন্তব্য করেন তিনি। যদিও তাঁর মন্তব্যের বিশেষ কিছু তথ্য জানা যায়নি। তবে আগামী দিনের দাম নিয়ে যে ভাবা হবে তার ইঙ্গিত আছে। কিন্তু ঠিক কী বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
আসলে আজকের এই অনুষ্ঠান থেকে দেউচা পাচামি কয়লা খনির প্রসঙ্গে কথা বলেন তিনি। জানান, এই প্রকল্পে ১ লক্ষ মানুষের সরাসরি কর্মসংস্থান হবে। আগামী দিনে কয়লা নিয়ে আলাদা করে রাজ্যকে বা সাধারণ মানুষকে ভাবতে হবে না। ভবিষ্যতে বিপুল পরিমাণে কয়লা উত্তোলন হলে রাজ্যের সস্তায় যেমন কয়লা পাওয়া যাবে, তেমনই বিদ্যুতের দামও সস্তা হবে। মমতার এই মন্তব্য থেকে এটা স্পষ্ট যে, এখনই বিদ্যুতের দাম কমানো নিয়ে কোনও সিদ্ধান্ত হচ্ছে না। পুরোটাই নির্ভর করছে এই কয়লা খনির উত্তোলনের ওপর। এদিন মুখ্যমন্ত্রী এও উল্লেখ করেন যে, দেউচা পাচামি কয়লা খনির জন্য সরাসরি বীরভূম, বর্ধমান, মুর্শিদাবাদ জেলার বহু মানুষ উপকৃত হবেন।
আসলে অন্যান্য অনেক রাজ্য থেকেই বাংলায় বিদ্যুতের ইউনিট প্রতি দাম বেশি। তা নিয়ে প্রতিনিয়ত সরব হয় বিরোধী দলগুলি। বিজেপির তরফ থেকে তো কাটমানি খাওয়ার অভিযোগও তোলা হয়েছে রাজ্য সরকারের বিরুদ্ধে। সাধারণ মানুষও যে এই ইস্যু নিয়ে খুব খুশি তা নয়। কিন্তু এখনও পর্যন্ত সরকারিভাবে সরাসরি এই বিষয়ে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি, নেওয়ার কথা বলাও হয়নি। তবে আজকের এই মন্তব্য ঠিক কী প্রভাব আগামী দিনে ফেলে সেটা দেখার।