কলকাতা: এনআরএসের পর ফের নৃশংসভাবে কুকুর হত্যা খাস শহর কলকাতায়৷ ঘুমন্ত অবস্থায় ছ’ছটি কুকুরকে বিদ্যুৎস্পৃষ্ট করে খুনের অভিযোগ প্রোমোটারের বিরুদ্ধে৷ কুকুর হত্যাকাণ্ডের প্রতিবাদে থানায় অভিযোগ অভিযোগ পুলিশকর্মীর৷ প্রথমে অভিযোগ নিতে অস্বীকার করা হলেও পরে দায়ের মামলা৷
পরিবেশ কর্মীর অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই৪২৯ ধারায় মামলা রুজু করেছে পুলিশ৷ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে কুকুরগুলি দেহ৷ প্রতিবেশীর সঙ্গে বিবাদের জেরে কুকুরের খুন কি না শুরু হয়েছে তদন্ত৷ বিদ্যুতের শক দিয়ে ছটি কুকুরকে গণহত্যার অভিযোগ উঠেছে চাঞ্চল্য ছড়িয়েছে নেতাজিনগর এলাকায়৷
জানা গিয়েছে, ১৯৯৫ সাল থেকে নেতাজিনগর থানার বাসিন্দা এক পরিবেশকর্মী পথকুকুর দেখভাল করতেন৷ পরিবেশ কর্মী ওই মহিলার দাবি, তিনি তাঁর জমিতেই অস্থায়ী ঘর বানিয়ে সেখানে পথ কুকুরদের নিয়ে এসে রাখতেন৷ পরিচর্যা করছেন৷ করাতেন চিকিৎসা৷ কিন্তু গতকাল রাতে একদল দুষ্কৃতী এসে ওই ঘরে বিদ্যুৎ সংযোগ করে দেয়৷ আর তাতেই বিদ্যুৎপৃষ্ট হয়ে ৬ কুকুরের মৃত্যু হয়েছে৷ এরপরই ওই মহিলা নেতাজি নগর থানায় অভিযোগ দায়ের করেন৷ প্রথমে অভিযোগ নিতে অস্বীকার করা হলেও পরে দায়ের হয় মামলা৷
মহিলা পরিবেশকর্মীর অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত৷ মহিলার অভিযোগ, এই ঘটনার পেছনে রয়েছে প্রোমাটার চক্র৷ কেননা, তাঁর দখলে বিপুল সম্পত্তি হাতানোর জন্য কয়েক বছর ধরে প্রোমোটাররা তাঁকে ভয় দেখিয়ে আসছে৷ জমি দখলের চেষ্টা করছে৷ ফোন দেওয়া হচ্ছে হুমকি৷ আর সেই কারণে কুকুরদের খুন করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন তিনি৷