নন্দীগ্রাম দিবসে নির্বাচনী ইস্তেহার প্রকাশ! কোন ইস্যুতে থাকছে গুরুত্ব?

নন্দীগ্রাম দিবসে নির্বাচনী ইস্তেহার প্রকাশ! কোন ইস্যুতে থাকছে গুরুত্ব?

কলকাতা: গতকাল কালীঘাট থেকে তৃণমূলের ইস্তেহার প্রকাশ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক ছিল এমনটাই। কিন্তু নন্দীগ্রামের ঘটনা সব ঘেঁটে দিয়েছে। জানান হয়েছিল, ইস্তেহার প্রকাশের দিন পিছিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। এবার জানা গেল, ১৪ মার্চ, অর্থাৎ নন্দীগ্রাম দিবসের দিনই ইস্তেহার প্রকাশ করতে চলেছে তারা।

সূত্রের খবর,  গ্রামীণ অর্থনীতির উন্নয়নে কৃষক এবং মৎস্যজীবীদের জন্য ভালো প্যাকেজের ব্যবস্থা, স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের আরো বেশি করে ঋণ প্রদান, কৃষিভিত্তিক শিল্পে জোর, আরো নতুন নতুন সরকারি পরিষেবা, আরও বেশি কর্মসংস্থানের লক্ষ্যে বিভিন্ন প্রকল্প, তৃণমূল কংগ্রেসের ইস্তেহারে এই বিষয়গুলোর উপরেই মূলত জোর দেওয়া হয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, বৃহস্পতিবার কালীঘাট থেকে নিজে তৃণমূলের ইস্তেহার প্রকাশ করবেন৷ নন্দীগ্রাম সফর থেকে ফিরেই এই কর্মসূচি ছিল তাঁর। কিন্তু তিনি আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় ইস্তেহার প্রকাশের কর্মসূচি পিছিয়ে দিতে হয় তৃণমূল কংগ্রেসকে। মঙ্গলবার কর্মীসভা পর বুধবার হলদিয়ায় গিয়ে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে মনোনয়ন দেন মমতা বন্দ্যোপাধ্যা৷ সেখান থেকে ফের আসেন নন্দীগ্রামে৷ সন্ধ্যায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে রেয়াপাড়ায় নিজের অস্থায়ী বাসভবনে ফেরার সময় বেরুলিয়া বাজারে আক্রান্ত হন তৃণমূল সুপ্রিমো। তাঁর দাবি, ষড়যন্ত্র করেই তাঁকে ধাক্কা মারা হয়েছে৷ রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা চার-পাঁচ জন যুবক মিলে এই কাজ করেছে৷ বিজেপি’র দাবি, রাস্তার পাশে থাকে ভারী মিমে ধাক্কা লাগে মুখ্যমন্ত্রীর গাড়ির খোলা দরজা৷ তার জেরেই চোট লাগে তাঁর৷ রাতেই নন্দীগ্রাম থেকে গ্রিন করিডর করে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ সেখানেই চিকিৎসা চলছে তাঁর৷

আরও পড়ুননন্দীগ্রামে কীভাবে আক্রান্ত মমতা? CBI তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা

ইতিমধ্যেই নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আক্রান্ত হওয়ার ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে মামলা৷ সিবিআই তদন্ত চেয়ে মামলার আবেদনে অনুমতি চেয়েছেন এক সমাজকর্মী৷ দ্রুত মামলর শুনানিতে অনুমতি দিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতি  টিবিএন রাধাকৃষ্ণণ৷ সবকিছু ঠিকঠাক থাকলে আগামী শুক্রবার এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *