কলকাতা: এবার কালো টাকার উদ্ধারে বিশেষ নজর দিয়েছে নির্বাচন কমিশন। তারা নির্দেশ দিয়েছে, কোনও ব্যক্তি বা সংস্থার কাছ থেকে এক কোটি টাকা নগদ বা সমমূল্যের সোনা-রুপো উদ্ধার হলে, তার বিরুদ্ধে তদন্ত করতে হবে। সেই স্ট্যাটাস রিপোর্ট জানতে চেয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবকে চিঠি দিল কেন্দ্রীয় নির্বাচন কমিশন।
চিঠি পেয়ে আয়কর দপ্তরকে তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চায় মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। কালো টাকা উদ্ধারে এবার অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে নির্বাচন কমিশন। শনিবার পর্যন্ত রাজ্য থেকে নগদ টাকা উদ্ধার হয়েছে ৬০ কোটি ৫০ লক্ষ টাকা। এর মধ্যে বেশ কয়েকজনের কাছ থেকে এক কোটি টাকার বেশি নগদ উদ্ধার হয়েছে। সেই টাকা কোথা থেকে এল, আয়ের উৎস কী, সেই ব্যক্তি বা সংস্থা কোন রাজনৈতিক দলকে সাহায্য করেন কি না, তাও জানতে চাইছে নির্বাচন কমিশন।
২০১৪ সালের লোকসভা নির্বাচন এবং ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে নগদ টাকা উদ্ধার হয়েছিল ১০-১২ কোটি টাকা। এবার ১০ মার্চ দিল্লি থেকে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা নির্বাচন ঘোষণা করার পরদিন থেকে আয়কর দপ্তর কালো টাকা উদ্ধারে অভিযান শুরু করে। কলকাতায় তো বটেই, জেলায় জেলায় ফ্লাইং স্কোয়াড টিমও তৈরি হয়। কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ, রেল কর্তৃপক্ষকেও সতর্ক করা হয়েছে। কেউ বেশি পরিমাণে টাকা নিয়ে যাচ্ছে কি না, তা দেখা হচ্ছে। নজরদারি চালানো হচ্ছে সর্বত্র। গাড়ি চেকিং চলছে। নগদ এক লক্ষ টাকার বেশি নিয়ে যাতায়াত করলে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে হবে। না হলে কমিশনের নির্দেশে সেই টাকা বাজেয়াপ্ত করা হয়।