কলকাতা: চলতি মাসের শেষেই রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। শুরু হয়ে গিয়েছে প্রচারের কাজ৷ উৎসবের আমেজ কাটিয়ে বঙ্গে ফের ভোটের দামাম৷ অবাধ ও সুষ্ঠু ভোট করাতে চার কেন্দ্রের উপনির্বাচনে কেন্দ্রীয় বাহিনী বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। মোতায়েন করা হল আরও ৫৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
আরও পড়ুন- ওপার বাংলা অশান্তি, কী বললেন বাংলার বিশিষ্টজনেরা?
অতিরিক্ত ৫৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করায় চারটি কেন্দ্রে মোট ৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। এর মধ্যে ৭২ কোম্পানি বাহিনী নির্বাচনের দিন ভোটগ্রহণ কেন্দ্র ও বাকি ৮ কোম্পানি বাহিনী গণনা কেন্দ্র এবং স্ট্রংরুমের নিরাপত্তার দায়িত্বে থাকবে বলে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে সোমবার রাজ্য সরকারকে চিঠি দিয়ে জানানো হয়েছে। উল্লেখ্য আগামী ৩০ অক্টোবর রাজ্যের চার বিধানসভা কেন্দ্র নদীয়ার শান্তিপুর, উত্তর ২৪ পরগনার খরদা, দক্ষিণ ২৪ পরগনার গোসাবা এবং কোচবিহারের দিনহাটায় নির্বাচন হবে৷ ইতিমধ্যেই ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে৷ শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ৷
৩০ সেপ্টেম্বরের উপনির্বাচনে ৩–০ ফলে বিজেপিকে ধরাশায়ী করেছিল তৃণমূল কংগ্রেস। এবার তাদের টার্গেট ৪–০৷ এরই মধ্যে চার কেন্দ্রের উপনির্বাচনে কেন্দ্রীয় বাহিনী বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এই চার কেন্দ্রে এখন ভারী বুটের শব্দ৷ শুরু হয়েছে রুটমার্চ। আগামী ৩০ অক্টোবর রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে ভোট৷ ভোট গণনা হবে ২ নভেম্বর৷