পোস্টাল ব্যালটে ভোট দেবেন কারা? এই প্রথম বিশেষ ব্যবস্থা কমিশনের

পোস্টাল ব্যালটে ভোট দেবেন কারা? এই প্রথম বিশেষ ব্যবস্থা কমিশনের

6ea0f7852ba99d4a7ff1e5c29e4cde38

কলকাতা: করোনা আবহে রাজ্যের প্রবীণ নাগরিক ও বিশেষভাবে সক্ষমদের জন্য বিশেষ ব্যবস্থা নিতে পারে নির্বাচন কমিশন, সেই খবর আগেই পাওয়া গিয়েছিল৷ এবার সেইমত শুরু হয়েছিল প্রবীণদের চিহ্নিতকরণের কাজ৷  এবার প্রথম প্রবীণ নাগরিক, প্রতিবন্ধী ও করোনায় আক্রান্তদের পাশাপাশি জরুরি পরিষেবায় যুক্ত কর্মীদের জন্য পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ব্যবস্থা করল নির্বাচন কমিশন৷

কলকাতায় মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু জানিয়েছেন, বিষয়টি নিয়ে আজ মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন জেলার আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি বলেন, প্রবীণ নাগরিক ও প্রতিবন্ধীদের পাশাপাশি রেল, মেট্রো রেল, বিমান, জাহাজ, ডাক বিভাগ এবং সংবাদমাধ্যমে কর্মীরা এই সুবিধা পাবেন। পোস্টাল ব্যালটের সুবিধা পেতে প্রতিটি দফার ভোটের বিজ্ঞপ্তি জারি হওয়ার পাঁচ দিনের মধ্যে নিজস্ব বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসারের কাছে আবেদন করতে হবে। ভোটের সংবাদ সংগ্রহের জন্য নির্বাচন কমিশনের দ্বারা স্বীকৃত সাংবাদ কর্মীরা পোস্টাল ব্যালটের আবেদন করতে পারবেন।

একই সঙ্গে তিনি এও জানান, আকাশবাণী ও দূরদর্শনের ক্ষেত্রে তাঁদের নিজস্ব কোন আধিকারিককে এই কাজে নোডাল আধিকারিক হিসাবে নিযুক্ত করতে হবে৷ অন্যান্য সংবাদ মাধ্যমের কর্মীরা তথ্য ও সংস্কৃতি দপ্তরের মাধ্যমে আবেদন করতে পারবেন৷ এরপর রিটার্নিং অফিসারের তত্ত্বাবধানে একটি বিশেষ কেন্দ্রে গিয়ে তারা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন৷ অন্যদিকে, প্রবীণ নাগরিক, প্রতিবন্ধী ও করোনা আক্রান্তদের বাড়িতে গিয়ে ব্লক পর্যায়ের আধিকারিকরা আবেদনপত্র বিলি করবেন৷ এপর্যন্ত প্রতিবন্ধী ১ হাজার ৫৪১জন প্রবীণ নাগরিক ও ৩হাজার ২০জন এবং ১০জন করোনা আক্রান্ত পোস্টাল ব্যালটের আবেদন করেছেন বলে জানিয়েছেন তিনি৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *