করোনা কালে ভোট, বাংলার নির্বাচন নিয়ে একাধিক বড় সিদ্ধান্ত কমিশনের

করোনা কালে ভোট, বাংলার নির্বাচন নিয়ে একাধিক বড় সিদ্ধান্ত কমিশনের

নয়াদিল্লি: করোনাভাইরাস পরিস্থিতি এখনো একদম স্বাভাবিক হয়নি। ‌ তার মাঝেই পশ্চিমবঙ্গ সহ চার রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেল আজ। করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে নির্বাচন সংঘটিত হবে বলে একাধিক বড় সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। মনোনয়ন থেকে শুরু করে প্রচার, ভোট কেন্দ্র থেকে শুরু করে টিকাকরণ, সব ইস্যুতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ এই ব্যাপারে স্পষ্ট করে ব্যাখ্যা দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা। 

নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, এবার বিধানসভা নির্বাচনে সব বুথ হবে একতলায়, এছাড়াও সব বুথে থাকবে সিসিটিভি নজরদারি। পাশাপাশি, বাড়ি বাড়ি গিয়ে প্রচার করার সময় প্রার্থীসহ সর্বাধিক পাঁচ জন উপস্থিত থাকতে পারবেন। এই প্রেক্ষিতে রোড শোর জন্যও নিয়ম বেঁধে দিয়েছে কমিশন। নির্দেশ দেওয়া হয়েছে, রোড শো করলে সর্বাধিক পাঁচটি গাড়ি থাকতে পারবে। অন্যদিকে, মনোনয়ন জমা দিতে প্রার্থীসহ সর্বাধিক তিনজন যেতে পারবেন বলে জানিয়েছে কমিশন। এছাড়াও অনলাইনে প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারবেন। আরও জানানো হয়েছে, নির্বাচন শুরুর আগে সমস্ত ভোট কর্মীরা টিকাকরণ কর্মসূচি সম্পন্ন করতে হবে।

সাংবাদিক বৈঠক করে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা আরও জানান, সংবেদনশীল কেন্দ্রগুলিতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হবে। পশ্চিমবঙ্গে দুই বিশেষ পর্যবেক্ষক পাঠানো হচ্ছে, বিবেক দুবে এবং মৃণালকান্তি দাস। পাশাপাশি, ভোটদানের সময় ১ ঘণ্টা বাড়ানো হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে ৩১ শতাংশ ভোটকেন্দ্র বৃদ্ধি। এ বছর পশ্চিমবঙ্গে ১ লক্ষ ১ হাজার ৯১৬টি ভোটকেন্দ্র থাকছে। ১২৬ আসনে নির্বাচন অসমে, পশ্চিমবঙ্গে ২৯৪ আসনে নির্বাচন। কেরলে ১৪০ আসনে, তামিলনাড়ুতে ২৩৪ আসনে এবং পুদুচেরিতে ৩০ আসনে নির্বাচন সংঘটিত হতে চলেছে। সবমিলিয়ে ৫ রাজ্যে ৮২৪ আসনে নির্বাচন হবে। পশ্চিমবঙ্গে বিধানসভার মেয়াদ আগামী ৩০ মে শেষ হচ্ছে। অসমে ৩১ মে, তামিলনাড়ুতে ২৪ মে, কেরালায় ১ জুন এবং পুডুচেরিতে ৮ জুন শেষ হচ্ছে বিধানসভার মেয়াদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − three =