হাইভোল্টেজ নন্দীগ্রাম নিয়ে সতর্ক কমিশন, গণনার দিন কেন্দ্রে যাচ্ছে ১০০ জওয়ান

হাইভোল্টেজ নন্দীগ্রাম নিয়ে সতর্ক কমিশন, গণনার দিন কেন্দ্রে যাচ্ছে ১০০ জওয়ান

 

নন্দীগ্রাম:  একুশের ভোটে হাইভোল্টেজ কেন্দ্র  নন্দীগ্রাম৷ এই কেন্দ্রে একদিকে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ অন্যদিকে বিজেপি’র হেভিওয়েট নেতা শুভেন্দু অধিকারী৷ দ্বিতীয় দফায় ভোট হয় নন্দীগ্রামে৷ ভোটের দিন কার্যত তাণ্ডবের ছবি ফুটে ওঠে এই কেন্দ্রে৷ বিপুল পরিমাণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার পরেও অশান্তি এড়ানো যায়নি৷ রাজ্যে ভোট পর্ব এখন প্রায় শেষ পর্যায়ে৷ বৃহস্পতিবার অষ্টম তথা শেষ দফার ভোট৷ ২ মে ভোট গণনা৷ নিশ্চিত ভাবেই ওই দিন গোটা বঙ্গ তথা দেশের নজর থাকবে নন্দীগ্রামের দিকে৷ নন্দীগ্রামের উপর বাড়তি নজর দিতে চাইছে কমিশনও৷  এই কেন্দ্রে হিংসা রুখতে সতর্ক তারা৷ 

আরও পড়ুন- দিল্লির স্মৃতি ফিরল বাংলায়, অক্সিজেন না পেয়ে রামপুরহাটে মৃত্যু ৪ করোনা রোগীর

জানা গিয়েছে ভোট গণনার দিন নন্দীগ্রামে কেন্দ্রীয় বাহিনীর ১০০ জওয়ান মোতায়েন করা হবে৷ ওই দিন হাওয়া কোন দিকে বইবে তা জানা নেই৷ জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী দুই শিবিরই৷ তবে ফল যাই হোক না কেন, ওই দিনও যে অশান্ত হয়ে উঠবে নন্দীগ্রাম, সেই আঁচ আগাম করতে পারেছে নির্বাচন কমিশন৷ তাই হিংসা রুখতে কড়া বন্দোবস্ত রাখা হচ্ছে৷ জানা গিয়েছে, নন্দীগ্রামকে স্পর্শকাতর ও অতি স্পর্শকাতর জোনে ভাগ করা হচ্ছে৷ গণনার আগেই সেখানে পৌঁছে যাবে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী৷ যাতে ভোট পরবর্তী সন্ত্রাস মোকাবিলা করা সম্ভব হয়৷ করা হবে পুলিশ পিকেটিং৷  

ভোটের দিনও নন্দীগ্রামে জারি করা হয়েছিল ১৪৪ ধারা৷ সিল করে দেওয়া হয় সীমান্ত৷ বন্ধ ছিল নৌকা পারাপার৷ তেমনই ভোট গণনার দিনও গুচ্ছ পদক্ষেপ করতে চলেছে কমিশন৷ জানা গিয়েছে, গণনার দিনও সম্ভবত নন্দীগ্রামের সীমান্ত সিল করে দেওয়া হবে৷ কোথায় কোথায় পুলিশ পিকেটিং করা হবা, কোথায় কোথায় থাকবে কেন্দ্রীয় বাহিনী সব কিছু আগাম ছকে নেওয়া হবে৷   

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *