BREAKING: ভোটের প্রচারে প্রার্থীর খরচের সীমা বাড়ল

BREAKING: ভোটের প্রচারে প্রার্থীর খরচের সীমা বাড়ল

7feaacca85d290133dd3db252a55710d

 

কলকাতা: ভোটের প্রচারে প্রার্থীর খরচের সীমা বাড়ালো কমিশন। এবারের বিধানসভা নির্বাচনে একজন প্রার্থী খরচ করতে পারবেন ৩০ লক্ষ ৮০ হাজার টাকা। যা আগে খরচ করা যেত ২৮ লক্ষ। তবে এই সিদ্ধান্ত শুধুমাত্র বিধানসভা নির্বাচনের জন্য নয়, লোকসভা নির্বাচনের জন্যও। তবে এ ক্ষেত্রে প্রার্থীকে আয়ের উৎস জানাতে হবে নির্বাচন কমিশনকে। কমিশন সূত্রে খবর এমনটাই।

সূত্র মারফত জানা গিয়েছে, বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে এই খরচের বৃদ্ধির পাশাপাশি লোকসভা নির্বাচনেও যে খরচ বাড়ানো হয়েছে তার তুলনায় বেশি। এর আগে লোকসভা নির্বাচনে ১ জন প্রার্থী খরচ করতে পারতেন ৭০ লক্ষ টাকা কিন্তু এখন তিনি খরচ করতে পারবেন ৭৭ লক্ষ টাকা। তবে দলীয় খরচের সীমা এখনো পর্যন্ত নির্ধারিত করা হয়নি। কিন্তু কোন দল যদি তার প্রার্থীর নামে খরচ করতে চায় তাহলে সেই নির্ধারিত নিয়ম মেনে খরচ করতে হবে এবং একই ভাবে প্রার্থীর আয়ের উৎস ব্যাঙ্ক স্টেটমেন্টের মাধ্যমে দেখাতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *