রাজ্যের আইন-শৃঙ্খলা রিপোর্টে সন্তুষ্ট নয় কমিশন: সূত্র

রাজ্যের আইন-শৃঙ্খলা রিপোর্টে সন্তুষ্ট নয় কমিশন: সূত্র

কলকাতা: আজ রাজ্যে এসেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। একযোগে বিজেপি সহ বাকি বিরোধীরা নিজেদের মতো করে রাজ্যের পরিস্থিতি নিয়ে অভিযোগ জানিয়েছে। এদিকে বিএসএফ-এর দিকে অভিযোগের আঙ্গুল তুলেছে তৃণমূল কংগ্রেস। একইসঙ্গে রাজ্যের পরিস্থিতি জটিল করার অভিযোগ তোলা হয়েছে বিজেপির বিরুদ্ধে। যদিও সূত্রের খবর, রাজ্যের দেওয়া আইন-শৃঙ্খলা রিপোর্ট নিয়ে সন্তুষ্ট নয় নির্বাচন কমিশন।

এদিন রাজ্যে নির্বাচন কমিশনের ফুলবেঞ্চ আসার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে একপ্রস্থ বৈঠক করে তারা। বৈঠকের পর একে একে তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহ অন্যান্যরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বৈঠক সম্পর্কিত বিভিন্ন তথ্য দেন। এরপর রাজ্যের এডিজি আইন-শৃংখলার সঙ্গে বৈঠক করার কথা ছিল নির্বাচন কমিশনের। সূত্রের খবর, সেই বৈঠকের পরেই রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে কমিশন। জানা গিয়েছে, রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে যে রিপোর্ট নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে তাতে তারা একেবারেই সন্তুষ্ট নয়। চলতি মাসেই কমিশনের দেওয়ার নির্দেশ কার্যকর করতে হবে এবং যদি সেই নির্দেশ কার্যকর না করা হয় তাহলে কি করতে হবে সেটা কমিশন খুব ভালো করে জানে, এমনই মন্তব্য এডিজির সঙ্গে বৈঠকের সময় করা হয়েছে বলে সূত্রের খবর।

উল্লেখ্য, রাজ্যের আইন-শৃঙ্খলা এবং সামগ্রিক পরিস্থিতি নিয়ে বহু আগে থেকেই প্রশ্ন তুলেছে বিজেপি। এমনকি একাধিক বার রাষ্ট্রপতি শাসন জারি করার আবেদন করা হয়েছে। শুধু বিজেপি নেতৃত্ব নয়, পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়ও বহুবার রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন চিহ্ন তুলেছেন। এবার কার্যত বিরোধীদের অভিযোগেই সীলমোহর দিচ্ছে নির্বাচন কমিশন। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়েও একই কথা বলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। উল্টে তিনি আরো অভিযোগ করেছেন, রাজ্যে অস্বাভাবিক ভোটার বৃদ্ধির মধ্যে রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীরাও রয়েছে। কমপক্ষে পাঁচ লক্ষ রোহিঙ্গার নাম রয়েছে ভোটার তালিকায়! এই মন্তব্য নিয়ে পাল্টা দিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *