খরদায় জাল ভোটার! অভিযোগ খারিজ করল নির্বাচন কমিশন

খরদায় জাল ভোটার! অভিযোগ খারিজ করল নির্বাচন কমিশন

খড়দা:  খড়দার মুরাগাছায় ভুয়ো ভোটার নিয়ে শোরগোল৷ বিজেপি প্রার্থী হাতেনাতে ভুয়ো ভোটার ধরছেন বলে খবর ছড়িয়ে পড়ে সংবাদমাধ্যমে৷ এই ঘটনায় রিপোর্ট চেয়ে পাঠায় নির্বাচন কমিশন৷ সেই রিপোর্ট ইকিমধ্যেই কমিশনের কাছে পৌঁছেছে৷ রিপোর্টে ভুয়ো ভোটারের অভিযোগ নস্যাৎ করে দেন সেক্টর অফিসার৷

আরও পড়ুন- রাতে বাড়িতে হামলা, দিনে ফের প্রাণনাশের হুমকি, বুথ ছেড়ে চলে এলেন BJP এজেন্ট

তাঁর বক্তব্য, এটা শুধুমাত্র একটা জমায়েত ছিল৷ ভুয়ো ভোটার বলাটা ঠিক নয়৷ কারণ ভুয়ো ভোটার তাঁকেই বলা হবে, যিনি ভোট দিতে ভিতরে ঢুকবেন এবং তাঁর কাছে ভুল পরিচয়পত্র থাকবে৷ তিনি ওই বুথের ভোটার নন প্রমাণিত হলে তবেই তাঁকে ভুয়ো ভোটার বলা হবে৷ কিন্তু মুরাগাছির পুরো ঘটনাটাই বুথের বাইরে ঘটেছে৷ জমায়েত হতেই সেক্টর অফিসার সেখানে যান এবং জমায়েত সরিয়ে দেওয়া হয়৷ ওই ব্যক্তি ভুয়ো ভোটার বা উনি বুথের ভিতরে ভোট দিতে ঢুকছিলেন, তা একেবারেই ঠিক নয়৷ অর্থাৎ অভিযোগ খারিজ করে দিল কমিশন৷ ভুয়ো ভোটারের অভিযোগ উড়িয়ে দিল নির্বাচন কমিশন৷    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × five =