কলকাতা: লাফিয়ে বাড়ছে করোনা৷ বাকি তিন দফা ১দিনে করার দাবি উড়িয়ে এবার ভোটের প্রচার নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন৷ করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে নির্বাচন কমিশন সন্ধ্যা সাতটা থেকে পরদিন সকাল ১০টা পর্যন্ত কোনও মিটিং মিছিল জনসভা না করার নির্দেশ দিয়েছে৷ কমিশনের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, সন্ধ্যা ৭টা থেকে পরদিন সকাল ১০টা পর্যন্ত কোনও রাজনৈতিক দল জনসভা, রো-শো, সভা, মিছিল, মিটিং করতে পারবে না৷ পাশাপাশি ষষ্ঠ, সপ্তম ও অষ্টম দফায় ৭২ ঘণ্টা আগে সব ধরনের প্রচার বন্ধ করা হবে বলেও জানানো হয়েছে৷
কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে নির্বাচন কমিশন রাজ্যে আগামীকাল পঞ্চম দফা থেকে নির্বাচনের বাকি পর্বগুলিতে সব রাজনৈতিক দলের কাছে বাধ্যতামূলকভাবে করোনা বিধি মেনে চলার আবেদন জানিয়েছে৷ অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু আজ সাংবাদিকদের বলেন, সংক্রমণ প্রতিরোধে কী ব্যবস্থা নেওয়া যায়, সেই নিয়ে আজ সর্বদলীয় বৈঠকে প্রতিটি রাজনৈতিক দলের প্রার্থী, কর্মী-সমর্থকদের বাধ্যতামূলকভাবে মাস্ক পরা, শারীরিক দূরত্ব বজায় রাখা-সহ অন্যান্য বিধি মেনে রাজনৈতিক জনসভা, প্রচার, মিটিং, মিছিলে অংশ নেওয়ার কথা বলা হয়েছে৷ এই বিষয়ে প্রত্যেকের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন৷ করোনা বিধি লঙ্ঘন করলে কমিশনের নির্দেশ মতো ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সঞ্জয়বাবু৷ এইদিকে মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব আজ সন্ধ্যায় নির্বাচনের বাকি পর্বগুলোর সঙ্গে যুক্ত সব জেলার জেলাশাসক, জেলা পুলিশ সুপারদের সঙ্গে করোনা বিধি মেনে চলা নিয়ে ভিডিও কনফারেন্স করেন৷
নির্বাচন কমিশনের সর্বদলে দফা কমানো নিয়ে কোনও আলোচনা হয়নি৷ ফলে রাজ্যে আট দফাতেই হবে ভোট৷ বৈঠক শেষে কমিশনের এই সিদ্ধান্তকেই মেনে নেওয়া কথা জানান সংযুক্ত মোর্চার নেতৃত্ব৷ এই প্রসঙ্গে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, নির্বাচনী প্রচারের সময় কী ভাবে কোভিড প্রোটোকল মেনে চলা হবে, সে বিষয়ে কলকাতা হাইকোর্ট একটি নির্দেশ দিয়েছে৷ রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে নির্দিষ্ট কোনও অভিযোগ তাদের নেই৷ এমনটা বলা হয়নি যে, রাজনৈতিক দলগুলি কোভিড প্রোটোকল মানছে না৷ তবে রাজনৈতিক দলগুলির কী কী করণীয়, তা নির্দিষ্ট ভাবে বলা হোক৷ সেই নির্দেশ বামপন্থী তথা সংযুক্ত মোর্চা নিশ্চিত ভাবেই মেনে চলবে৷
আবার বিজেপি নেতা শিশির বাজোরিয়া বলেন, গণতন্ত্র বহাল রাখতে গেলে নির্বাচন করাতেই হবে৷ এই পরিস্থিতিতে কমিশন যে সিদ্ধান্ত নেবে তাই মেনে চলা হবে৷ কোভিডের মধ্যে মানুষের প্রাণও রক্ষা করতে হবে৷ সবদিক নজরে রেখে সিদ্ধান্ত নেবে কমিশন৷ তবে ৬১ শতাংশ ভোট হয়ে গিয়েছে৷ এখন বড় দল নয়, ছোট দল ও নির্দল প্রার্থীদের উপর প্রভাব পড়বে৷ এদিকে, সারা দেশের সঙ্গে পাল্লা দিয়ে রাজ্যেও বাড়ছে সংক্রমণ৷ একদিনে করোনা আক্রান্ত প্রায় ৭ হাজার। মৃত্যু হয়েছে ২২ জনের। শুধু কলকাতাতেই কোভিডের বলি ৭৷ গতকাল ভোরে প্রাণ হারান মুর্শিদাবাদের সামশেরগঞ্জে কংগ্রেস প্রার্থী৷ আক্রান্ত গোয়ালপোখরের তৃণমূল ও জঙ্গিপুরের আরএসপি প্রার্থী। এই অবস্থায় ভোট করানোটাও কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ৷ অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বহিরাগতরা বাংলায় ঢুকে করোনা ছড়াচ্ছে৷ এর জন্য সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দায়ী করেছেন তিনি৷ ভ্যাকসিন নিয়েও মোদী সরকারের তুলোধোনা করেছেন তিনি৷ তাঁর কথায়, রাজনৈতিক স্বার্থে রাজ্যের মানুষকে বিনা পয়সায় টিকা দিতে দেননি নরেন্দ্র মোদী৷