সকালেই ধাক্কা প্রিয়াঙ্কার, ইভিএম কারচুপির অভিযোগ খারিজ করল কমিশন

সকালেই ধাক্কা প্রিয়াঙ্কার, ইভিএম কারচুপির অভিযোগ খারিজ করল কমিশন

কলকাতা: ভবানীপুরে ১২৬ নম্বর বুথে রিগিংয়ের অভিযোগ তুলেছিলেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল৷ কিন্তু সেই অভিযোগ খারিজ করে দিল নির্বাচন কমিশন৷ কমিশনের তরফে জানানো হয়েছে, মক পোল হতে দেরি হওয়ায় ১২৬ নম্বর বুথে ভোটে শুরু হতে দেরি হয়েছে৷ কিন্তু সেখানে এখন মক পোল হয়ে গিয়েছে৷ এবং ভোটও শুরু হয়ে গিয়েছে৷ কোণও রকম অশান্তি হয়নি৷  ১২৬ নম্বর বুথে ইভিএম কারচুপির অভিযোগ সাফ খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন৷ 

আরও পড়ুন- ৩৫ কেন, ৫ হাজার কোম্পানি বাহিনী দিলেও কিছু যায় আসে না, ভবানীপুর নিয়ে ফিরহাদ

এদিকে আজ সকালেই বুথ জ্যামের অভিযোগ তুলে প্রিয়াঙ্কা বলেছিলেম, ‘‘এখন সাড়ে সাতটা বাজে৷ এখনও এখানে মেশিন জ্যাম করে রাখা হয়েছে৷ ভোট শুরু করা হচ্ছে না৷ মেশিন খারাপ থাকলে পাল্টে দাও৷ মেশিন ঠিক রয়েছে না খারাপ সকাল ছটা থেকে সেটাই দেখার ডিউটি তাঁদের৷’’  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × two =