কলকাতা: বারাকপুর ও আরামবাগ লোকসভা কেন্দ্রের বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দিল নির্বাচন কমিশন। বারাকপুর কেন্দ্রের কাঁচরাপাড়া উদ্বোধনী মাধ্যমিক বিদ্যালয় ও আরামবাগ লোকসভা কেন্দ্রের লস্করপুর নেতাজি প্রাথমিক বিদ্যালয়ে পুনর্নির্বাচনের নির্দেশ দিল কমিশন।
পঞ্চম দফার ভোটে বারাকপুর ও আরামবাগে গোলমাল হয়। বারাকপুর কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছিল বিজেপি। এই বুথদুটি হল বারাকপুর লোকসভা কেন্দ্রের কাঁচড়াপাড়া উদ্বোধনী মাধ্যমিক বিদ্যালয় ও আরামবাগ লোকসভা কেন্দ্রের লস্করপুর নেতাজি প্রাথমিক বিদ্যালয়। গত ৬ মে এই দুটি কেন্দ্রের ভোটগ্রহণ হয়। কমিশন জানিয়েছে, আগামি রবিবার ১২ মে ওই দুটি বুথে ফের ভোটগ্রহণ হবে।
#WestBengal: EC has declared polling at booths 116-Kanchrapara Udbodhoni Madhyamik Vidyalay in 15-Barrackpore LS constituency & 110-Laskarpur Netaji Prathamik Vidayala in Arambag LS constituency as void. EC has ordered re-polling to be conducted at the two booths on 12th May.
— ANI (@ANI) May 11, 2019
অন্যদিকে, বিরোধীদের তোলা অভিযোগ খতিয়ে দেখে ও ভাইরাল হওয়া ভিডির পরিপ্রেক্ষিতে বোলপুর কেন্দ্রের অন্তর্গত কেতুগ্রামের ৫২ নম্বর বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের৷ আগামী ১২ মে ওই বুথে ভোট নেওয়া হবে বলে জানিয়েছে কমিশন৷
বীরভূমের বোলপুর লোকসভা কেন্দ্রে দুটি বুথে ভোটে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশনে অভিযোগ তোলে সিপিএম প্রতিনিধি দল৷ সিপিএমের রাজ্য সম্পাদকের তরফে রবীন দেব লিখিত অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনারকে জানান, বোলপুর লোকসভা ভোটে কেতুগ্রাম বিধানসভা কেন্দ্রের অধীন আমগড়িয়া আনন্দ প্রসাদ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে ৫১ নম্বর বুথে এক ব্যক্তি অন্যায়ভাবে ভোটকেন্দ্রে ঢুকে পাপ্পা দিয়েছে৷ সুবীর বিশ্বাস নামে ওই ব্যক্তি তৃণমূল কংগ্রেসের পোলিং এজেন্ট। এটা অবাধ ও স্বাধীন ভোটগ্রহণের পরিপন্থী। অভিযোগের সমর্থনে ভিডিও-ও দাখিল করেন রবীনবাবু। সিপিএমের তরফে অভিযোগ করা হয়েছে, এ রাজ্যের প্রতিটি নির্বাচনেই এ রকম অনিয়ম হচ্ছে। ওই স্কুলে ৫১ নম্বর বুথের মতই অবস্থা হয়েছে ৫২ নম্বর বুথে। রবীনবাবু প্রশ্ন তোলেন, কীভাবে নির্বাচন কমিশন ভোটগ্রহণের সময় এ রকম বেআইনি কাজের সমর্থন করেন? অভিযোগপত্রের প্রতিলিপি রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার, পশ্চিমবঙ্গের বিশেষ পর্যবেক্ষক এবং বিশেষ পুলিশ পর্যবেক্ষককেও দেন৷ ওই অভিযোগ খতিয়ে দেখার পর কমিশনের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷