এলাহি আয়োজন! ৫১ কেজি ঘি দিয়ে ‘মহাবিজয় যজ্ঞ’ অনুব্রতর, ভোট বৈতরণী পেরোতে এত তোড়জোড়?

এলাহি আয়োজন! ৫১ কেজি ঘি দিয়ে ‘মহাবিজয় যজ্ঞ’ অনুব্রতর, ভোট বৈতরণী পেরোতে এত তোড়জোড়?

নিজস্ব সংবাদাদাতা, বীরভূম: লড়াই যেন এবার সমানে সমানে৷ কাকে টেক্কা দিয়ে কে দখল করবে বাংলার মসনদ৷ হাড্ডাহাড্ডি লড়াইয়ে উত্তপ্ত বাংলার রাজনীতি৷ তারই মধ্যে হাইভোল্টেজ এই নির্বাচনের বৈতরণী পেরতে এবার মহাযজ্ঞের আয়োজন করলেন তৃণমূলের বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এ যজ্ঞ কোনও ছোটখাটো যজ্ঞ নয়৷ একেবারে এলাহি আয়োজন৷ বীরভূমের কঙ্কালিতলায় বুধবার মহাবিজয় যজ্ঞের আয়োজন করা হয়৷ তাতে যা আয়োজন হয়েছে তা শুনলে চোখ উঠবে কপালে৷ জানা গিয়েছে, ১ কুইন্টাল ৫১ কেজি বেল কাঠ, ৫১ কেজি ঘি, ১০০১টি বেলপাতা পোড়ানো হয় এই যজ্ঞে৷ 

একইসঙ্গে ১১ জন পুরোহিত মিলে সম্পন্ন করেন এই যজ্ঞ৷ যজ্ঞ শেষে আড়াই থেকে তিন হাজার মানুষের নরনারায়ণ সেবারও ব্যবস্থা করা হয়৷ একুশের ভোট বৈতরণী পার করাতে এত আয়োজন? যদিও তা স্পষ্ট করেননি অনুব্রত৷ তাঁর কথায়, ‘‘আগেকার দিনে রাজা মহারাজারা যুদ্ধে যাওয়ার আগে মহাযজ্ঞ করতেন। ভেবে নিন, এটাও সেই একই রকম যজ্ঞ!’

বিভিন্ন জনসভা থেকে মুখ্যমন্ত্রী বাংলায় বিজেপির মধ্যাহ্নভোজনের রাজনীতি নিয়ে কটাক্ষ করেছেন বারবার৷ তাঁর কটাক্ষে উঠে এসেছে, হিমালয়ান ওয়াটার, বাসমতি চাল, পোস্তর বড়ার মত দাবি খাবারের কথা৷ অভিযোগ, যা হোটেল থেকে বানিয়ে এনে সোজা দলিত- কৃষকের ঘর থেকে খাওয়ানো হচ্ছে বিজেপি নেতার মন্ত্রীদের৷ মমতার কথায়, সবটাই লোক দেখানো৷ সেখানে তাঁর দলেরই নেতা এত এলাহি আয়োজন করে যজ্ঞ করছেন, সেটা কতটা যুক্তিযুক্ত৷ উঠছে প্রশ্ন?

এবারের বিধানসভা নির্বাচন তৃণমূলের কাছে সব থেকে চ্যালেঞ্জের। বীরভূম তৃণমূলের শক্ত ঘাঁটি হলেও এবার তা দখল করার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে গেরুয়া শিবির৷ তাদের দলের নেতা-কর্মী ও মুখ্যমন্ত্রীর শক্তি ও মনোবল বাড়াতেই এই পুজোর আয়োজন করেছেন মমতার একনিষ্ট সৈনিক কেষ্ট। প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বঙ্গ রাজনীতির অলিন্দে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 10 =