মুখ্যমন্ত্রীর চিঠি পেয়ে আপ্লুত রাজ্যপাল, সম্মতি মমতার!

মুখ্যমন্ত্রীর চিঠি পেয়ে আপ্লুত রাজ্যপাল, সম্মতি মমতার!

কলকাতা: দিনে দিনে বেড়েই চলেছে রাজ্য-রাজ্যভবন সংঘাত৷ রাজ্য-রাজভবন সংঘাতের আবহে রাজ্যের শিক্ষা ব্যবস্থার হাল নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের৷ চিঠি চালাচালির ২৪ ঘণ্টার মধ্যে পাল্টা জবাব রাজভবনে পৌঁছতেই টুইটারে আপ্লুত রাজ্যপাল৷ মুখ্যমন্ত্রীর চিঠি পেতে উচ্ছ্বাস প্রকাশ করে টুইটে নয়া বার্তা রাজ্যপালের৷

বাংলার শিক্ষা প্রতিষ্ঠানের হাল নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠান রাজ্যপাল জগদীপ ধনকর৷ চিঠির ২৪ ঘণ্টার মধ্যে পাল্টা জবাব মিলতেই উচ্ছ্বাসিত রাজ্যপাল মুখ্যমন্ত্রী চিঠি প্রকাশ করে টুইট করে জানিয়েছেন, এটা শিক্ষা ব্যবস্থা উন্নতির প্রচেষ্টা বলে মনে হচ্ছে৷ গত ২৫ ডিসেম্বর আমার যোগাযোগ করতে চেয়েছিলাম৷ মুখ্যমন্ত্রী ২৬ ডিসেম্বর প্রতিক্রিয়া জানিয়েছেন৷ শিক্ষাব্যবস্থা নিয়ে আমরা আলোচনা করব৷ আমি অপেক্ষায় থাকলাম৷ গণতন্ত্রের জন্য আমাদের একাত্ম হতে হবে৷

যাদবপুরে সমাবর্তন পরবর্তী পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে চেয়ে আর্জি জানান রাজ্যপাল৷ চিঠির জবাবে মুখ্যমন্ত্রী শিক্ষা দপ্তরের বিষয় বলেও উল্লেখ করে রাজ্যপালের সঙ্গে আলোচনায় বসতে শিক্ষামন্ত্রীকে নির্দেশ দেন৷ মুখ্যমন্ত্রীর তরফে এহেন নির্দেশের পর টুটারে প্রতিক্রিয়া দেন রাজ্যপাল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *