রোজভ্যালি-কাণ্ডে আমানতকারীদের টাকা ফেরাতে নয়া পদক্ষেপ ইডির

কলকাতা: রোজভ্যালি চিটফান্ডকাণ্ডে আমানতকারীদের টাকা ফেরাতে কলকাতা হাইকোর্টের তৈরি করা অ্যাসেট ডিসপোজাল কমিটির দারস্থ হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি৷ ইডি সূত্রে খবর, কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে ২০১৫ সালে তৈরি হওয়া এই কমিটির দারস্থ হতে পারবেন সেই আমানতকারীরা৷ সংবাসংস্থা পিটিআইকে নামপ্রকাশে অনিচ্ছুক এক ইডি কর্তা জানান, “এখনও পর্যন্ত রোজভ্যালি মামলায় ইডি মোট ৪,৬০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে৷”

রোজভ্যালি-কাণ্ডে আমানতকারীদের টাকা ফেরাতে নয়া পদক্ষেপ ইডির

কলকাতা: রোজভ্যালি চিটফান্ডকাণ্ডে আমানতকারীদের টাকা ফেরাতে কলকাতা হাইকোর্টের তৈরি করা অ্যাসেট ডিসপোজাল কমিটির দারস্থ হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি৷

ইডি সূত্রে খবর, কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে ২০১৫ সালে তৈরি হওয়া এই কমিটির দারস্থ হতে পারবেন সেই আমানতকারীরা৷ সংবাসংস্থা পিটিআইকে নামপ্রকাশে অনিচ্ছুক এক ইডি কর্তা জানান, “এখনও পর্যন্ত রোজভ্যালি মামলায় ইডি মোট ৪,৬০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে৷” মনে করা ওই সম্পতি বিক্রি করে টাকাব ফেরানো হতে পারে৷

রোজভ্যালি সংস্থার ২,৩০০ কোটি টাকার সম্পত্তি একবারে বাজেয়াপ্ত করে নিয়েছিল ইডি। তার মধ্যে ছিল এই সংস্থার অন্তত দু’ডজন হোটেল এবং রিসর্টও৷ এই বিপুল সম্পত্তি প্রকাশ্যে নিলাম করা হবে। ওই নিলাম থেকে ওঠা সমস্ত অর্থ ফিরিয়ে দেওয়া হবে আমানতকারীদের। অর্থ জালিয়াতি মামলায় ২০১৪ সালে রোজভ্যালি সংস্থা ও তার চেয়ারম্যান গৌতম কুণ্ডুর বিরুদ্ধে এফআইআর দায়ের করে ইডি। ২০১৫ সালে কলকাতা থেকেই ইডি গ্রেফতার করে গৌতম কুণ্ডুকে। অভিযোগ, চিটফান্ডের কাজ চালানোর জন্য ২৭’টি সংস্থার নাম ব্যবহার করত রোজভ্যালি। যাদের মধ্যে মাত্র ছ’টি সংস্থার অস্তিত্ব ছিল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 4 =