শেষ দফার নির্বাচনের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কী? পড়ুন বিস্তারিত

শেষ দফার নির্বাচনের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কী? পড়ুন বিস্তারিত

 

কলকাতা: আগামীকাল বৃহস্পতিবার রাজ্যে শুরু হচ্ছে অষ্টম তথা শেষ দফার নির্বাচন। সকাল থেকেই ভোটগ্রহণপর্ব চলবে ৪টি জেলার ৩৪টি বিধানসভা কেন্দ্রে। প্রতিদ্বন্দিতা করবেন ২৮৩ জন প্রার্থী। লড়াই হবে মালদহের ৫টি, মুর্শিদাবাদের ১১টি, কলকাতা উত্তরের ৭টি ও বীরভূম জেলার ১১টি বিধানসভা কেন্দ্রে। মালদহের ৬টি কেন্দ্রে এদিন ভোট হওয়ার কথা থাকলেও বৈষ্ণবনগর কেন্দ্রের নির্দল প্রার্থী করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ায় ওই কেন্দ্রে আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে ভোট গ্রহণ। তবে খুব শিগগিরই ওই দুই কেন্দ্রেও হবে ভোট গ্রহণ। তাহলে এক ঝলকে দেখে নেওয়া যাক অষ্টম দফার নির্বাচনের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা-সহ অন্যান্য খুঁটিনাটি।

বৃহস্পতিবার রাজ্যে শেষ দফার নির্বাচনের ভোট যুদ্ধের ময়দানে নামছেন মোট ২৮৩ জন প্রার্থী। তারা নির্বাচন কমিশনে মনোনয়নপত্রের সঙ্গে নিজেদের বিষয়ে হলফনামা পেশ করে যা যা জানিয়েছেন তার উপর ভিত্তি করে একটি রিপোর্ট তৈরি করেছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস। সেই রিপোর্ট অনুযায়ী, ২৮৩ জন প্রার্থীর মধ্যে ১৫২ জন প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ৫ম থেকে দ্বাদশ শ্রেণীর মধ্যে। ১২৭ জন প্রার্থীর স্নাতক বা তার বেশি ডিগ্রি রয়েছে। শেষ দফার নির্বাচনে ২ জন শুধুমাত্র স্বাক্ষর প্রার্থীর সঙ্গে রয়েছেন ২ জন নিরক্ষর প্রার্থীও।

অষ্টম দফার নির্বাচনে মোট ২৮৩ জন প্রার্থী মহাযুদ্ধ নামতে চলেছেন। এই ২৮৩ জন প্রার্থীর মধ্যে ৮১ জন প্রার্থীর বয়স ২৫ থেকে ৪০ বছরের মধ্যে। ৪১ থেকে ৬০ বছর বয়সের মধ্যে রয়েছেন সবচেয়ে বেশি ১৫৮ জন প্রার্থী। এমন ৪৪ জন প্রার্থী রয়েছেন যাদের বয়স ৬১ থেকে ৮০ বছরের মধ্যে। এছাড়াও অষ্টম দফার নির্বাচনে অংশগ্রহণকারী ২৮৩ জন প্রার্থীর মধ্যে মাত্র ৩৫ জন (১২ শতাংশ) মহিলা প্রার্থী রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 11 =