রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করলেন ব্রাত্য! সংঘাতের আবহে কী নিয়ে আলোচনা

রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করলেন ব্রাত্য! সংঘাতের আবহে কী নিয়ে আলোচনা

কলকাতা: রাজ্য সরকারের সঙ্গে রাজভবনের সংঘাত নতুন কিছু নয় এবং বর্তমান পরিস্থিতিতে তারা যেন আরও বেড়ে গিয়েছে আগের থেকে। ‌ভোট-পরবর্তী হিংসা থেকে শুরু করে জাল ভ্যাকসিন কাণ্ড, রাজ্য বিভাজন থেকে শুরু করে শিক্ষা সংক্রান্ত একাধিক ইস্যু নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্রমাগত আক্রমণ করে গিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তবে এই সংঘাতের আবহে আজ রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে গেলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। দুজনের মধ্যে কী নিয়ে আলোচনা হল সেই বিষয়ে কৌতূহল সকলের মধ্যে।

সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে সুরঞ্জন দাসের মেয়াদ বৃদ্ধি করেছে রাজ্য সরকার। কিন্তু সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে রাজভবনের অনুমতি ছিল না। সূত্রের খবর, আজ শিক্ষামন্ত্রীর সঙ্গে এই বিষয়ে আলোচনা করেই উষ্মা প্রকাশ করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। রাজ্য সরকার যখন এই সিদ্ধান্ত নিয়েছিল তখনই আন্দাজ করা গিয়েছিল যে ফের একবার রাজভবনের সঙ্গে সরকারের সংঘাত লাগবে। অবশেষে কার্যত হল তাই। তবে জানা গিয়েছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই ব্যাপারে রাজ্যপালের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করেছেন। তবে রাজ্যপাল যে অসন্তুষ্ট তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। এই সাক্ষাৎ প্রসঙ্গে ইতিমধ্যেই টুইট করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তিনি লিখেছেন, রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে প্রায় এক ঘন্টার আলোচনা হয়েছে তাঁর।

আরও পড়ুন- IAS হতে হতে না পেরে অপরাধ জগতে পা! মেধাবী দেবাঞ্জনের জীবন যেন চিত্রনাট্য

উল্লেখ্য, রাজ্য সরকার রাজ্যপাল জগদীপ ধনকড়ের কাছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাসের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব পাঠিয়ে ছিল কয়েক দিন আগে। কিন্তু কোনরকম অনুমোদন আসেনি রাজভবনের তরফে। সেই কারণে যাদবপুরের উপাচার্যের মেয়াদ শেষ হবার কথা থাকায় উচ্চ শিক্ষা দফতর বিজ্ঞপ্তি জারি করে উপাচার্য হিসেবে সুরঞ্জন দাসের মেয়াদ আরও দু’বছর বৃদ্ধি করেছে। এর আগে, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মেয়াদ বৃদ্ধির ঘটনাকে কেন্দ্র করে রাজ্য এবং রাজ্যপাল সংঘাত লেগেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − thirteen =