স্কুলের মুখ না দেখেও ভোটের ময়দানে ৮ প্রার্থী, পঞ্চম দফায় প্রার্থীদের যোগ্যতা কী জানেন?

স্কুলের মুখ না দেখেও ভোটের ময়দানে ৮ প্রার্থী, পঞ্চম দফায় প্রার্থীদের যোগ্যতা কী জানেন?

38ee11eef44ea8f55fb644e0e852c5d9

কলকাতা: শনিবার রাজ্যে শুরু হচ্ছে পঞ্চম দফার নির্বাচন। সকাল থেকেই ভোটগ্রহণপর্ব চলবে ৬ জেলার ৪৫টি বিধানসভা কেন্দ্রে। প্রতিদ্বন্দ্বিতা করবেন ৩১৮ জন প্রার্থী‌। লড়াই হবে জলপাইগুড়ি জেলার ৭টি, দার্জিলিং জেলার ৫টি, নদীয়া জেলার ৮টি, উত্তর ২৪ পরগনার ১৬টি, পূর্ব বর্ধমানের ৮টি ও কালিম্পংয়ের ১টি বিধানসভা কেন্দ্রে। এক ঝলকে দেখে নেওয়া যাক পঞ্চম দফার নির্বাচনের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা-সহ অন্যান্য খুঁটিনাটি।

শনিবার রাজ্যের পঞ্চম দফা নির্বাচনে ভোট যুদ্ধের ময়দানে নামছেন মোট ৩১৮ জন প্রার্থী। তারা নির্বাচন কমিশনে মনোনয়নপত্রের সঙ্গে নিজেদের বিষয়ে যা যা জানিয়েছেন তার ওপরে ভিত্তি করে একটি রিপোর্ট পেশ করেছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস। সেই রিপোর্ট অনুযায়ী, ৩১৮ জন প্রার্থীর মধ্যে ১২৫ জন প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ৫ম থেকে দ্বাদশ শ্রেণীর মধ্যে। ১৮২ জন প্রার্থীর স্নাতক বা তার বেশি ডিগ্রি রয়েছে। মাত্র ৩ জন প্রার্থীর ডিপ্লোমা ডিগ্রি রয়েছে। এই দফার নির্বাচনে ২ জন নিরক্ষর প্রার্থী রয়েছেন। এছাড়াও শুধুমাত্র স্বাক্ষর প্রার্থী রয়েছেন ৬ জন।

পঞ্চম দফার নির্বাচনে ৪৫টি বিধানসভা কেন্দ্রে মোট ৩১৮ জন প্রার্থী মহাযুদ্ধে নামতে চলেছে। এই ৩১৮ জন প্রার্থীর মধ্যে ১১২ জন প্রার্থীর বয়স ২৫ থেকে ৪০ বছরের মধ্যে। ৪১ থেকে ৬০ বছর বয়সের মধ্যে রয়েছেন সবচেয়ে বেশি ১৫৬ জন প্রার্থী। এমন ৫০ জন প্রার্থী রয়েছেন যাদের বয়স ৬১ থেকে ৮০ বছরের মধ্যে। এছাড়াও পঞ্চম দফার নির্বাচনে অংশগ্রহণকারী ৩১৮ জন প্রার্থীর মধ্যে মাত্র ৩৮ জন মহিলা প্রার্থী রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *