Aajbikel

রাজ্যের ন’লক্ষ পড়ুয়ার আধার কার্ড নেই, জেলায় শিবির করে তৈরি হবে কার্ড, ঘোষণা শিক্ষা দফতরের

 | 
স্কুল

কলকাতা: রাজ্যের সকল ছাত্রছাত্রীর কাছে আধার কার্ড নেই৷ এই সংখ্যাটা নেহাত কম নয়, প্রায় ন’লক্ষ৷ এবার সেই সব পড়ুয়ার আধার কার্ড তৈরি করতে উদ্যোগী হল রাজ্য সরকার। এই মর্মে মঙ্গলবারই শিক্ষা দফতরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে বলা হয়েছে, বুধবার ২০ সেপ্টেম্বর থেকে ছাত্র-ছাত্রীদের আধার কার্ড তৈরির কাজ শুরু হবে। প্রত্যেকটি ব্লকে অন্তত দু’টি জায়গায় পড়ুয়াদের আধার কার্ড করে দেওয়ার জন্য শিবির করা হবে রাজ্য শিক্ষা দফতরের তরফে। সেই শিবিরে প্রাথমিক বিভাগ থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত পড়ুয়াদের আধার কার্ড তৈরি করা হবে৷ 

এই শিবিরের বন্দোবস্ত করার ক্ষেত্রে মহকুমা শাসক ও ব্লকের বিডিওদের সহযোগিতার নির্দেশ দেওয়া হয়েছে। যে সব জায়গায় বুধবার থেকে শিবিরের আয়োজন সম্ভব হচ্ছে না, সেই সব জায়গায় যত দ্রুত সম্ভব শিবিরের আয়োজন করার কথা বলা হয়েছে৷ এই সব শিবিরে শুধু সরকারি স্কুলের পড়ুয়ারাই নয়, বেসরকারি স্কুলের ছাত্রছাত্রীরাও আধার কার্ড তৈরি করাতে পারবে।


এই শিবিরগুলি আয়োজনের ক্ষেত্রে যাতে কোনও রকম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয়, তা দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশ আধিকারিকদের৷ এই বিষয়ে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের স্থানীয় পুলিশ প্রশাসনকে বলা হয়েছে,তারা যেন শিবির সম্পর্কে স্থানীয় পুলিশ-প্রাশাসনকে অবগত করে৷ আলিপুরদুয়ার জেলায় আটটি, বাঁকুড়া জেলায় ১২টি, ব্যারাকপুর মহকুমা দু’টি, বীরভূমে আটটি, কোচবিহারে সাতটি, দক্ষিণ দিনাজপুরের ১৬ টি, দার্জিলিংয়ে দু’টি, হুগলিতে ছ’টি, হাওড়ায় ২০টি, জলপাইগুড়িতে দু’টি, ঝাড়গ্রামে ১০টি কালিম্পংয়ে চারটি, মালদহে ১৪টি, মুর্শিদাবাদে ২১টি, নদিয়ায় ১১টি, উত্তর ২৪ পরগনায় ২৩টি, পশ্চিম বর্ধমানে একটি, পশ্চিম মেদিনীপুরে ২৫টি, পূর্ব বর্ধমানে ১৬টি পূর্ব মেদিনীপুরে ৩৫টি, পুরুলিয়ায় ১৭টি, শিলিগুড়িতে একটি, দক্ষিণ ২৪ পরগনা ১২টি ও উত্তর দিনাজপুরে চারটি শিবিরের আয়োজন করা হবে বলে শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে৷ 


 

Around The Web

Trending News

You May like