Aajbikel

ডায়েরির ‘এন্ট্রি’ শব্দই বিপদ বাড়াতে পারে বালুর

 | 
জ্যোতিপ্রিয়

কলকাতা: তিনি ‘নির্দোষ’৷ সে কথা প্রমাণও করবেন৷ সংবাদমাধ্যমের সামনে এমনটাই দাবি করেছিলেন বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক৷ সোমবার আদালতে পেশ করা হবে তাঁকে। বালু নিজের স্বপক্ষে কী যুক্তি খাড়া করেন, সেটা দেখার অপেক্ষায় রয়েছে শাসক দলের নেতৃত্বরাও৷ এরই মধ্যে রবিবার মন্ত্রীকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে রেশন দুর্নীতির তদন্তে একাধিক তথ্য জানতে পেরেছেন ইডি-র আধিকারিকরা। আপাতত কেন্দ্রীয় গোয়েন্দাদের নজরে রয়েছে মোড়া মেরুন ডায়েরি। ওই ডায়েরির ‘এন্ট্রি’ই বিপদ বাড়াচ্ছে মন্ত্রীর।

গত শনিবার থেকে টানা ২৭ ঘণ্টা বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছেন ইডি-র আধিকারিকরা।তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি উদ্ধার করা হয়েছে। সূত্রের খবর, সেই সকল নথি থেকে প্রাপ্ত তথ্য সামনে রেখে ‘বালু’কে প্যাঁচে ফেলতে পারেন কেন্দ্রীয় আধিকারিকরা। সোমবার আদালতেও সেই বিষয়টি তুলে ধরতে পারে ইডি। তেমনটাই সূত্রের খবর৷ ওই সকল নথিতে এমন কিছু তথ্য রয়েছে, যা থেকে এটা স্পষ্ট যে, রেশন দুর্নীতিতে আরও অনেক স্তর রয়েছেন৷ প্রচুর মানুষ বিভিন্ন ভাবে এই দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছেন৷ এবার বালু আদালতে কী বোমা ফাটান সেটাই দেখার৷ 

Around The Web

Trending News

You May like